আসসালামুআলাইকুম।
একটি NGO থেকে আমার বাবার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য দিতে চাচ্ছে। এক্ষেত্রে তাদের কাছে বাবার কিছু কাগজপত্র দিতে হবে। এই সাহায্য নেয়াটা কি হালাল হবে? কেননা আমার জানা মতে, এসব NGO সূদের কারবারে জড়িত থাকে। তবে এক্ষেত্রে অনেকেই বলছেন, তুমি তো সূদে টাকা নিচ্ছো না। সাহায্য নেয়াটা সূদ হবে না, কারন এর পরিবর্তে কোন প্রকার অর্থ পরবর্তিতে পরিশোধ করতে হবে না। এ ব্যাপারে ইসলাম কি বলে বিস্তারিত জানতে চাই।
জাজাকাল্লাহ খায়ের