আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
294 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসসালামু আলাইকুম

একজন বোনের বয়স ৩০ বছরের উপরে। মাস্টার্স পাশ।তিনি বিয়ে করবেন না করবেন না বলে এতদিন কেটেছে। এখন ওনি চাচ্ছিলেন এমন পাত্রের সাথে বিয়ে হতে যে দেখতে স্মার্ট,কমবয়সী,তার সম পর্যায়ে পড়ালেখাও থাকবে,যৌথ পরিবারের সাথে মানিয়ে চলতে পারবে না তাই আলাদা সংসার দরকার এতদিন যাব্ৎ এসব কিছুই মিলছিল না। এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব মিলেছে। কিন্তু মেয়ে একটা বিষয়ে আপত্তি করছে ছেলে প্রাইমারী স্কুলে চাকরী করে আর মেয়েটার এটা পছন্দ না। মা বাবা সবাই বুঝিয়েও পারছে না।
আর অপেক্ষা করার মতন বয়সও মেয়ের নেই।মেয়ের কথা তার পছন্দের সব মিলিয়ে একজনের সাথে বিয়ের ব্যবস্থা করতে পরিবার থেকে। কিভাবে করবে তার জানা নেই।
একজন পাত্রপক্ষের তরফ থেকে প্রস্তাব এসেছে আলহামদুলিল্লাহ। মেয়ের বাবা নিজে গিয়ে দেখে এসেছে সব। আর পরিচিত মানুষই ওনারা ।
ওনার ভাষ্যমতে " বাবা হিসেবে আমি এতোদিন যেমন ছেলে চেয়েছি এই পাত্র সবদিক দিয়েই উত্তম ইন শা আল্লহ"
কিন্তু মেয়ে একটাই সমস্যা বলছে ,ছেলে প্রাইমারী চাকরি করে।গ্রামে থাকতে পারবে না সে।
কোনোভাবেই সে মানছে না।
তার ছোট আরোও দুই ভাই বোন আছে বিয়ের উপযুক্ত। মেয়ের বিয়ে না হলে ওদের ব্যবস্থা করা যাচ্ছেও না কিছু।
এখন এই অবস্থায় যদি মা-বাবা সিদ্ধান্ত নেন মসজিদে বিয়ে করানোর। আর মেয়ে যদি ডুকেমেন্ট গুলোতে সিগনেচার করে তবে কি বিয়ে বৈধ হবে?!
আর যদি সিগনেচার নাও করে তবে কি বৈধ হবে কিনা?
দুটোই বিস্তারিত জানালে মুনাসিব হয় ইন শা আল্লহ।
মা বাবা পেরেশানিতে আছেন খুব।
মেয়ের মা বাবার কাছে আর কোনো পথও নেই!
বাবা মা সবাই মিলে অনেক বুঝানোর চেষ্টা করেও মেয়েকে রাজি করানো যায় নি।
বিয়ে টা হবে কিনা মা বাবা জানতে চাচ্ছিলেন?
পরামর্শ দিলে মুনাসিব হয় ইন শা আল্লহ।

1 Answer

0 votes
by (606,480 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/7476 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাঃ বলেনঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ : لِمَالِهَا ، وَلِحَسَبِهَا ، وَلِجَمَالِهَا ، وَلِدِينِهَا ، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ)
চারটি জিনিস দেখে মহিলাকে সাধারণত বিয়ে করা হয়,(১)সম্পদ(২)বংশ(৩)সুন্দর্য্য (৪)দ্বীনদারী
তুমি দ্বীনদারীকে অগ্রাধিকার দাও।{যদি তা না করো তবে তুমি ক্ষতিগ্রস্ত হবে(تَرِبَتْ يَدَاكَ এর অনেক ব্যাখার একটি ব্যাখা)}(সহীহ বুখারী-৪৮০২,সহীহ মুসলিম-১৪৬৬) বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/18

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সবকিছু ঠিকঠাক থাকলে, প্রাইমারি স্কুলে চাকুরীর অজুহাতে বিয়েকে ভঙ্গ করার কোনো যৌক্তিকতা দেখছি না।হ্যা ফ্রিমিক্সিং পরিবেশের জন্য পাত্রর সর্বদা চোখের যিনা হতে পারে।তবে তার ইনকাম হালালই থাকবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 153 views
...