আসসালামু আলাইকুম
একজন বোনের বয়স ৩০ বছরের উপরে। মাস্টার্স পাশ।তিনি বিয়ে করবেন না করবেন না বলে এতদিন কেটেছে। এখন ওনি চাচ্ছিলেন এমন পাত্রের সাথে বিয়ে হতে যে দেখতে স্মার্ট,কমবয়সী,তার সম পর্যায়ে পড়ালেখাও থাকবে,যৌথ পরিবারের সাথে মানিয়ে চলতে পারবে না তাই আলাদা সংসার দরকার এতদিন যাব্ৎ এসব কিছুই মিলছিল না। এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব মিলেছে। কিন্তু মেয়ে একটা বিষয়ে আপত্তি করছে ছেলে প্রাইমারী স্কুলে চাকরী করে আর মেয়েটার এটা পছন্দ না। মা বাবা সবাই বুঝিয়েও পারছে না।
আর অপেক্ষা করার মতন বয়সও মেয়ের নেই।মেয়ের কথা তার পছন্দের সব মিলিয়ে একজনের সাথে বিয়ের ব্যবস্থা করতে পরিবার থেকে। কিভাবে করবে তার জানা নেই।
একজন পাত্রপক্ষের তরফ থেকে প্রস্তাব এসেছে আলহামদুলিল্লাহ। মেয়ের বাবা নিজে গিয়ে দেখে এসেছে সব। আর পরিচিত মানুষই ওনারা ।
ওনার ভাষ্যমতে " বাবা হিসেবে আমি এতোদিন যেমন ছেলে চেয়েছি এই পাত্র সবদিক দিয়েই উত্তম ইন শা আল্লহ"
কিন্তু মেয়ে একটাই সমস্যা বলছে ,ছেলে প্রাইমারী চাকরি করে।গ্রামে থাকতে পারবে না সে।
কোনোভাবেই সে মানছে না।
তার ছোট আরোও দুই ভাই বোন আছে বিয়ের উপযুক্ত। মেয়ের বিয়ে না হলে ওদের ব্যবস্থা করা যাচ্ছেও না কিছু।
এখন এই অবস্থায় যদি মা-বাবা সিদ্ধান্ত নেন মসজিদে বিয়ে করানোর। আর মেয়ে যদি ডুকেমেন্ট গুলোতে সিগনেচার করে তবে কি বিয়ে বৈধ হবে?!
আর যদি সিগনেচার নাও করে তবে কি বৈধ হবে কিনা?
দুটোই বিস্তারিত জানালে মুনাসিব হয় ইন শা আল্লহ।
মা বাবা পেরেশানিতে আছেন খুব।
মেয়ের মা বাবার কাছে আর কোনো পথও নেই!
বাবা মা সবাই মিলে অনেক বুঝানোর চেষ্টা করেও মেয়েকে রাজি করানো যায় নি।
বিয়ে টা হবে কিনা মা বাবা জানতে চাচ্ছিলেন?
পরামর্শ দিলে মুনাসিব হয় ইন শা আল্লহ।