আসসালামু আলাইকুম
.
আমরা দুজন সাক্ষীর সামনে ইজাব কবুল করে বিয়ে করেছি প্রায় দের মাস হলো। দেনমোহর নির্ধারণ করা হয়েছে তবে দেওয়া হয়নি কিছুই। মিলিত ও হইনি। কাবিনও করা হয়নি। দুজনের পারিবারিক সমস্যা হওয়ায় অনেক রাগের মাথায় আহলিয়া তাকে তালাক দিতে বলছিলেন, দেইনি। না দেওয়াতে উনি নিজে এরকম টা বলে চলে যান (৭ দিন দুজনের মধ্যে কোন যোগাযোগ হয়নি) যে 'আজকে আপনি আমাকে ছেড়ে দিলেন না, আমি আপনার সাথে সবকিছু শেষ করে আপনাকে ছেড়ে দিলাম, আমার বাসা থেকে অন্যযেখানে বিয়ে দিবে সেখানে বিয়ে করে নিবো, আপনি কিছু বলতে পারবেন না'
.
পরে সব ঠিকঠাক হওয়ার পর দুষ্টমি করে ২ বার 'আমি আপনাকে ছেড়ে দিলাম, আপনি যান' এটা বলেন। এতে কি দুজনেই সম্পর্কে ইসলামি শরীয়তে কোন চিড় ধরেছে?