ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
অন্যর মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না। বিদায় এসব পরিত্যাজ্য।
হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ "
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। (তালখিসুল হাবীর-১২৪৯)আরো জানুন- https://www.ifatwa.info/3747
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেহেতু আপনি কিতাব ক্রয়ের জন্য টাকা সংগ্রহ করেছেন, তাই ঐ টাকা কিতাব সংগ্রহ বাবৎ আপনাকে খরচ করতে হবে। যদি আপনি প্রকাশনি থেকে মাফ চেয়ে নেন, তাহলে আপনি ঐ টাকা গুলোকে দাতাদের নিকট প্রেরণ করবেন বা তাদের পরামর্শ অনুযায়ী ভিন্ন দ্বীনি কাজে ব্যবহার করবেন। প্রকাশনি থেকে মাফ চেয়ে নিয়ে ঐ টাকাগুলোকে নিজের কাছে রাখতে পারবেন না।হ্যা, আপনি যদি নিজের জন্য নিজের কথা বলে প্রকাশনি থেকে মাফ চেয়ে নেন, তাহলে তখন আপনি ঐ কিতাব গুলোর মালিক। সুতরাং ঐ কিতাবগুলোর মূল্য পরিমাণ টাকা নিজের কাছে রাখতে পারবেন। তবে উত্তম হল, কিতাব বাবৎ কোনো টাকাই গ্রহণ না করা।