আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
172 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (25 points)
আসসালামু আলাইকুম একজন নাস্তিক প্রশ্ন করেছে যে,

"কুরআন আর হাদিসে তো মুসলমানদের বিভিন্ন ধরনের আমল ও দুআ আছে যেগুলার মাধ্যমে দুনিয়াবি বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যায়। আবার দুনিয়াবি অনেক পুরস্কারের ও প্রতিশ্রুতি দেওয়া আছে!

আবার আল্লাহ বলছেন দুনিয়া হলো মুমিনদের জেলখানা তাইলে যারা ওই আমল আর দুআ করে তাদের জন্য তো জেলখানা হবার কথা না!

আর যদি বলেন আখেরাতে উত্তম প্রতিদান দিবেন তাইলে দুনিয়াতে বিভিন্ন মুসিবত থেকে রক্ষার প্রতিশ্রুতি দেওয়ার মানে কি?" তার এই প্রশ্নের জবাবে কি বলা যায়? জাযাকাল্লাহু খাইরান

1 Answer

0 votes
by (606,480 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মু'মিন মুসলমানের জন্য আখেরাত হল, প্রশান্তিদায়ক। আর এই দুনিয়া হল,কষ্টাদায়ক। 

হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত
وعنه قال: قال رسول الله صلى الله عليه وسلم "الدنيا سجن المؤمن وجنة الكافر" 
রাসূলুল্লাহ সাঃ বলেছেন, দুনিয়া হল,মু'মিনদের জন্য কারাগার এবং কাফিরদের জন্য জান্নাত।
(সহীহ মুসলিম-২৯৫৬)

সুতরাং কোনো মু'মিনের জন্য যদি আল্লাহ তা'আলা দুনিয়াকে প্রশান্তিদায়ক বানিয়ে দেন, তাহলে তার তো সবকিছুই হয়ে গেল। সে আখেরাতে তো শান্তিতে থাকবেই এবং দুনিয়াতেও সে শান্তি পেয়ে গেল। তার জন্য সবকিছুই প্রশান্তিদায়ক হয়ে গেল।

সেইজন্য আল্লাহ মু'মিনদেরকে দু'আ শিখিয়ে দিয়ে বলছেন যে, মু'মিনরা আখেরাতের পাশাপাশি দুনিয়ার জীবনের জন্যও দু'আ করবে।
وَمِنْهُم مَّن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
আর তাদের মধ্যে কেউ কেউ বলে-হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনয়াতেও কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা কর।(সূরা বাকারা-২০১)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...