ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মু'মিন মুসলমানের জন্য আখেরাত হল, প্রশান্তিদায়ক। আর এই দুনিয়া হল,কষ্টাদায়ক।
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত
وعنه قال: قال رسول الله صلى الله عليه وسلم "الدنيا سجن المؤمن وجنة الكافر"
রাসূলুল্লাহ সাঃ বলেছেন, দুনিয়া হল,মু'মিনদের জন্য কারাগার এবং কাফিরদের জন্য জান্নাত।
(সহীহ মুসলিম-২৯৫৬)
সুতরাং কোনো মু'মিনের জন্য যদি আল্লাহ তা'আলা দুনিয়াকে প্রশান্তিদায়ক বানিয়ে দেন, তাহলে তার তো সবকিছুই হয়ে গেল। সে আখেরাতে তো শান্তিতে থাকবেই এবং দুনিয়াতেও সে শান্তি পেয়ে গেল। তার জন্য সবকিছুই প্রশান্তিদায়ক হয়ে গেল।
সেইজন্য আল্লাহ মু'মিনদেরকে দু'আ শিখিয়ে দিয়ে বলছেন যে, মু'মিনরা আখেরাতের পাশাপাশি দুনিয়ার জীবনের জন্যও দু'আ করবে।
وَمِنْهُم مَّن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
আর তাদের মধ্যে কেউ কেউ বলে-হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনয়াতেও কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা কর।(সূরা বাকারা-২০১)