আসসালামুয়ালাইকুম হুজুর,
দয়া করে একটু উত্তর দিবেন।
কেউ যদি কোন লোককে বলতে শোনে যে, সে তার স্ত্রীকে তালাক দিচ্ছে।
তখন যে ঐ মুহুর্তে শুনেছে সেও যদি ঐ মুহুর্তে নিয়ত করে যে, সেও তার স্ত্রীকে তালাক দিচ্ছে। আর সে মনে মনে বলে যে, সে ঐ মুহুর্তে তার স্ত্রীকে তালাক দিচ্ছে। কিন্তু মুখে কোন বাক্য উচ্চারণ না করে তার নিয়ত ও মনে মনে বলা কথার সম্মতির জন্য মুখে শুুধু হ্যা বলে তবে কি তার তালাক হয়ে যাবে?