আসসালামু আলাইকুম,
আমি জেনারেল লাইনে পড়াশোনা করি।নিয়মিত পাচ ওয়াক্ত নামায পড়ি।পর্দা করি।কিন্তু অনলাইন জগতে একজন মানুষের সাথে এক বছর যাবত আমার পরিচয়।সাধারণত আমি অন্য কোনো ছেলের সাথে তেমন অপ্রয়োজনে কথা বলি না কিন্তু ওই ছেলেটাকে এভোইড করতে পারি না।ছেলেটাও জেনারেল লাইনে পড়ে এবং পাচ ওয়াক্ত নামায পড়ে,ইসলামের প্রায় সব কিছুই মানার চেষ্টা করে দেখি,এমনকি অনলাইন জগতে তার অনেক গ্রুপ আছে দাওয়াতি কাজের জন্য!!!সে অন্য ভাইদের ইসলামের পথে ডাক দেয়।।এতোকিছুর পড়েও ওই ছেলেটা আমার সাথে বারবার ক্লোজলি কথা বলার চেষ্টা করে,,হারাম সম্পর্কের জন্য বারবার তাগিদ দেয়!! সে আমাকে বিয়ে করতে চাই কিন্তু সে কিছু বছর সময় চেয়েছে ক্যারিয়ার সেট আপ করার জন্য।তারপর বিয়ের প্রপোজাল আমার বাড়িতে পাঠাবে।তবে বলে রাখা ভালো যে,আমিও পছন্দ করি।আমারো ইচ্ছা তাকে বিয়ে করার কিন্তু সে বারবার হারাম রিলেশন এর জন্য তাগিদ দেয়,,তাকে এতো বলি যে এগুলো তার ইমান ধংস করছে,,,তার নামায কবুল হবে না!!সে ইবাদতের স্বাদ পাবে না!! তবুও সে এসব কথায় পাত্তাই দিতে চাই না।।উল্টে এমন ভাব করে যে সে কোনো গুনাহ করছে না!সে নাকি ইবাদতের স্বা!দ পায়,,তার নাকি সব গুনাহ মাফ করে দেয় আল্লাহ!! আর তার দোয়াও নাকি কবুল হয়। আর আমাকে নাকি তার হালাল এর মতোই ভাবে!!তার মন মানতেই চায় না যে আমি তার জন্য হারাম তা...
কিন্তু এইসব কিছু আমার কিছুদিন আগে ভাল্লাগলেও এখন আর ভালো লাগছে না।।এমনকি তাকেও আর ভালো লাগছে না।কারণ আমার তার ইমান দেখেই প্রথমে বিয়ের জন্য পছন্দ করেছিলাম।কিন্তু এখন তার ইমানের এই অবনতি দেখে দিন দিন তার প্রতি বৃতিষ্ণা সৃষ্টি হচ্ছে কিন্তু আমি তার থেকে কিছুতেই সরে আসতে পারছি না।।কারন সে খুব বদ মেজাজি।ছেড়ে যাওয়ার কথা বললেই সুইসাইড করবে বলে নইলে বলে যে সে নাকি জীবন্ত লাশ হবে আর তার দোষ নাকি আমার হবে!! তাকে দুঃখ দিয়ে নাকি আমি অন্য কারোর সংসারে সুখে থাকতে পারব না।।এটা আসলেই কি হওয়া সম্ভব?
তার এইসকল কথার ভয়ে আমি তাকে পার্মানেন্টলি ছেড়ে যেতে ভয় পাই আবার আমার খুব ইচ্ছা ছিল তাকে বিয়ে করার কারণ সে আমার ড্রিম বয় ছিল।।আর সে বারবার আমার সাথে সাক্ষাত করতে চায়।যেহেতু অনলাইনেই পরিচয় সেহেতু আমার সাথে দেখা করতে চাই ফ্যামিলিকে না জানিয়ে বিয়ের আগেই।আমার ইচ্ছা নেই বিয়ের আগে তার সাথে কোনো হারামে জড়াতে!!কিন্তু সে বারবার আমাকে পটানোর চেষ্টা করে।।যার জন্য মাঝে মাঝে আমি ফিতনায় পড়ে যায়,,,তারপর আবার তওবা করে ফিরে আসি।এইভাবে চক্রাকারে আমি ইমান হারাচ্ছি আবার ফিরে পাচ্ছি।
এমতাবস্থায় আমার কি করা উচিত দয়া করে জানাবেন।