আমার খালামনির কিছু প্রশ্ন
"☘️কুরবানীর গোশত কয়ভাগে ভাগ করতে হয়? (আমার জানা মতে তিন ভাগে)
☘️গরুতে হাড়,মাংস,যকৃত, ফুসফুস, মস্তিষ্ক, চর্বি ইত্যাদি থাকে।তো ভাগ করার সময় কি উপরে বর্ণিত সবগুলোকেই সমান তিন ভাগে ভাগ করতে হবে? অর্থাৎ মাংস তিন ভাগ, চর্বি তিন‌ভাগ, ফুসফুস তিনভাগ, এভাবে?
☘️আত্মীয়-স্বজন প্রতিবেশীর মাঝে হাদিয়া দিতূবলা হয়েছে।এখন আমাদের মধ্যে কোনো কোনো আত্মীয় দূরে বসবাস করেন। দূরে অল্প কিছু মাংস নিয়ে যাওয়া কষ্ট সাধ্য।এ ক্ষেত্রে আশেপাশে প্রতিবেশি বা আশেপাশের আত্মীয়(যারা আপন আত্মীয় না) তাদের দিলে কি আত্মীয়ের ভাগ আদায় হবে?(যেহেতু আপন আত্মীয়র বাসা দূরে অর্থাৎ এক জেলায় না)।
☘️কেমন গরীবদের মাঝে গরীবের ভাগটা দেওয়া উচিৎ? "
"