আসসালামু আলাইকুম সম্মানিত শাইখ,
এক বোনের সব সময় হলুদ স্রাব যায়। (ইস্তেহাজার রোগী) তো কখনই সাদা যায় না। মাঝে মাঝে কালচে যায়(তবে সেটি হঠাৎ কোন মাসে)। মাসালা জানি, এক হায়েজ থেকে ১৫দিন পবিত্রতার পরে সাদা ছাড়া যা যায় তাই ই হায়েজ হিসেবে গন্য। এখন, অই বোনের যেহেতু সাদাই যায় না, সারা মাস ই হলুদ, এই অবস্থায় পিরিয়ড এর আগ করে কালচে স্রাব যায়, এর ২-৩দিন পরেই ব্লাড আসে। তাহলে যখন কালচে যায় তখন থেকেই কি হায়েজ ধরবে?কারন,অইরকম হলুদ কে হায়েজ ধরলে অই হলুদ যাবার ৪-৫দিন পর কালচে, এরপর কয়েকদিন পর ব্লাড। এরকম হলে তো (হলুদ কে হায়েজ ধরলে তাড়াতাড়ি ১০দিন ১০রাত শেষ হবে কিন্ত ব্লাড আসবে আরো অনেক পরে)
আশা করি বুঝাতে পেরেছি। খুব দ্রুত উত্তর পেলে উপকার পাবো।