কোনো এক ওয়াক্তে পুরো নামাজ আদায় করার পরে যদি মনে হয়,উক্ত ওয়াক্তের ৪ রাকাত ফরজের ২য় রাকায়াতে বসে নাই,এবং কনফিউশান এ পড়ে ৪র্থ রাকাতেও সাহু সিজদা দেয় নাই(যদিও মনে ছিল,তবে কনফিউশান এ পড়ে দেয় নাই),তাহলে কি উক্ত ওয়াক্তের ভিতরে পুরো নামাজ সুন্নত,অন্যান্য ফরজ ,বিতর প্রভৃতি সহ দোহরাতে হবে নাকি কেবল ফরজ রাকাত টা আদায় করলে হবে?