ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
মানুষের জন্য মানুষের দুধ খাওয়া হারাম।শুধুমাত্র বিশেষ প্রয়োজনে শিশুর জন্য মায়ের দুধকে হালাল রাখা হয়েছে।সুতরাং স্বামীর জন্য স্ত্রীর দুধ পান করা হারাম।এ ব্যাপারে প্রায় সকল উলামায়ে কেরাম একমত।(জাওয়াহিরুল ফিকহহ-৭/৪৬)
স্ত্রীর দুধ খাওয়া হারাম।কেননা দুধ মানুষের শরীরের অংশ।
★শুধুমাত্র বিশেষ প্রয়োজনে শিশুর জন্য নির্দিষ্ট সময়ের মাঝে মায়ের দুধকে হালাল রাখা হয়েছে।
وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ ۖ لِمَنْ أَرَادَ أَن يُتِمَّ الرَّضَاعَةَ ۚ [٢:٢٣٣]
আর সন্তানবতী নারীরা তাদের সন্তানদেরকে পূর্ন দু’বছর দুধ খাওয়াবে, যদি দুধ খাওয়াবার পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায়। [সূরা বাকারা-২৩৩]
আরো জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
শুধুমাত্র বিশেষ প্রয়োজনে শিশুর জন্য নির্দিষ্ট সময়ের মাঝে মায়ের দুধকে হালাল রাখা হয়েছে।
মায়ের দুধকে অন্য কোনো কাজে লাগানো জায়েজ নেই।
,
তাই প্রশ্নে উল্লেখিত প্রক্রিয়াকে শরীয়ত কোনোভাবেই অনুমোদন দেয়না।