জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ
باب كَرَاهِيَةِ الْكَلَامِ عِنْدَ الْحَاجَةِ
পেশাব-পায়খানায় সময় কথা বলা মাকরূহ,অধ্যায়ঃ
حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ هِلَالِ بْنِ عِيَاضٍ، قَالَ حَدَّثَنِي أَبُو سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ: " لَا يَخْرُجُ الرَّجُلَانِ يَضْرِبَانِ الْغَائِطَ كَاشِفَيْنِ عَنْ عَوْرَتِهِمَا يَتَحَدَّثَانِ فَإِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَمْقُتُ عَلَى ذَلِكَ "
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ দুই ব্যক্তি একই সঙ্গে পেশাব-পায়খানায় জন্য বের হবে না এবং আপন লজ্জাস্থান উন্মুক্ত করে কথাবার্তা বলবে না। কারণ এরূপ কাজে মহাসম্মানিত আল্লাহ অসন্তুষ্ট হন।
ইবনু মাজাহ (অধ্যায়ঃ পবিত্রতা ও তার পন্থানসমূহ, অনুঃ একত্রে বসে পায়খানা করা এবং এ সময় পরস্পর কথাবার্তা বলা, হাঃ ৩৪২), আহমাদ (৩/৩৬), বায়হাক্বী ‘সুনানুল কুবরা’ (১/১০০), হাকিম (১/১৭৫), সহীহ ইবনু খুযাইমাহ (১/৩৯, হাঃ ৭১) সহীহ ইবনু হিব্বান (১/২১৯, ১৩৭,আবু দাউদ ১৫)।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
যেহেতু টয়লেটে বিনা প্রয়োজনে কথা বলা মাকরুহ,তাই প্রশ্নের বিবরণ মতে মুখ দিয়ে গাওয়া যাবেনা।
কাহারো সাথে বিশেষ প্রয়োজন ছাড়া কথা বলা যাবেনা।
বিনা প্রয়োজনে কোনো শব্দ বা বাক্য উচ্চারণ করা যাবেনা।
,
তবে গোসল খানা যদি বাথরুমের সাথে এটাষ্ট না হয়, সেক্ষেত্রে সেখানে কথা বলা যাবে।