আসসালামু আলাইকুম। মুহতারাম, আমার প্রশ্নগুলো হল:
১. আমার মা বোরকা বিরতি রেখে রেখে পড়েন। অর্থ: নিয়মিত নন। বয়স: ৫০ এর উপরে কিছুটা। মহল্লায় আমরা পরিচিত। তাই দেখা যায়, অনেক আন্টি ও তাদের হাসবেন্ডের সাথে আমার মা-বাবার ভালো সম্পর্ক। কিন্তু এইসব আন্টিদের হাসবেন্ড আমার মায়ের জন্য গায়রে-মাহরাম। কিন্তু দেখা যাচ্ছে, একসাথে উঠা-বসা আছে। যদিও সম্পর্ক ভাই-বোনের মতই দেখতে। তারা বিশ্বাসযোগ্য লোক। এখানে অন্য কিছু ভাবার প্রশ্নই উঠে না। তারপরও আমার মায়ের তো গুণাহ হচ্ছে। আমার বাবাও এই ব্যাপারে বাঁধা দেন না মাকে। কারণ ওইযে মহল্লার সবাই সবার পরিচিত। এইরকম ব্যাপারটা। তার ছেলে সন্তান হিসেবে আমি বুঝাতে গেলেই, আমাকে উলটো বুঝিয়ে দেন আমার মা। আমার বাবা আছেন, তারপরও আমি তার সন্তান হিসেবে এই কাজে বাঁধা না দিলে কি আমি গুণাহগার কিংবা দাইয়ুস হব?
২. আমার বাসায় যেহেতু মাহরাম, গায়রে মাহরাম বিষয়গুলো ঠিকমত মেনে চলা হয় না, আমার বাবা-মা বিষয়গুলোর তোয়াক্কাই করেন না, সেইক্ষেত্রে আমি আমার স্ত্রীকে নিয়ে কিভাবে এই বাসায় থাকতে পারি? আমার স্ত্রী পর্দা করেন মাশাআল্লাহ।
৩. মেয়েরা বাইরে গেলে মুখ ঢেকে পর্দা করে থাকেন কিন্তু বাসায় কোন পারিবারিক প্রোগ্রামে গাইরে মাহরামদের সামনে পর্দা করার নিয়ম কি? বাসায় কিভাবে তাদের সামনে মুখ ঢেকে চলবে মেয়েরা? ইসলামী বিধান কি?
৪. আত্বীয়ের বাসায় দাওয়াত রক্ষায় যেতে চাই, কিন্তু ওইখানে আমার স্ত্রীর জন্য পর্দার পরিবেশ নাই, সেক্ষেত্রে কি করব?
৫. যেহেতু নতুন বিয়ে হয়েছে, তাই দেখা যায়, অনেক গায়রে-মাহরাম আত্বীয় আছেন, যাদের সাথে কথা বলতেই হয় নতুন বিয়ে করার পর সম্পর্ক রক্ষার্থে। সেটা আমার ক্ষেত্রে ও আমার স্ত্রীর ক্ষেত্রেও। এইসব ক্ষেত্রে করণীয় কি?