আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
387 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (16 points)
বর্তমান সময়ে অনলাইন জগতে গ্রাফিক্স ডিজাইন একটি সম্ভাবনাময় দাওয়াতি মাধ্যম এবং অনেকে একটি শখের বশেও করে থাকেন। যদি মানুষকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে মানুষকে আকৃষ্ট করার উদ্দেশ্যে জান্নাত জাহান্নামের বর্ণনা এগুলোর আয়াত নিয়ে ডিজাইন করা হয় । গ্রাফিক্স ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে জান্নাতের বর্ণনার ক্ষেত্রে সুন্দর সুশোভিত কোন নহর যেমন জান্নাতী নহরের বর্ণনা দেওয়া হয়েছে এই অকল্পনীয় সৌন্দর্যের একটা প্রতীকী রূপে যদি পার্থিব কোন সুন্দর বাগানের দৃশ্য যেখানে নহর রয়েছে এবং সুন্দর প্রাসাদ এগুলো ব্যবহার করা হয় তাহলে কি সেটা গুনাহের কারন হবে?

একইভাবে মানুষকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে জাহান্নামের ভয়াবহ বর্ণনা যা অকল্পনীয় শুধুমাত্র আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা জানেন এমন কিছুর ব্যাকগ্রাউন্ডে যদি দুনিয়াবী কোন ভয়াবহ অগ্নিকাণ্ডের আগুন প্রতীকি রূপে ব্যবহার করা হয় তাহলে কি গুনাহের কারণ হবে?

 শাইখ সালেহ আল মুনাজ্জিদ এর একটি ফতোয়া দেখেছি যেখানে তিনি অনেকটা এমন উল্লেখ করেছেন যে এরকম ডিজাইনের ক্ষেত্রে অকল্পনীয় বস্তু যা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা স্বয়ং জানেন এবং কোন মাখলুক জানে না এমন কিছুর ডিজাইনে যদি দুনিয়ার দৃশ্যমান কোন সৌন্দর্য বা ভয়াবহতার চিত্র ব্যবহার করা হয় ব্যাকগ্রাউন্ড হিসেবে তাহলে সেটা নাজায়েজ হবে?
অগ্রিম জাজাকুমুল্লাহ খাইরান শাইখগণের প্রতি।

1 Answer

0 votes
by (597,330 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
জ্বী, জান্নাত জাহান্নাম কিভাবে রয়েছে, কোন পদ্ধতিতে জান্নাতে লোকদেরকে রাখা হবে, এবং কোন কোন পদ্ধতিতে জাহান্নামে আজাব দেয়া হবে, এই সব জ্ঞান গাইবের অন্তর্ভুক্ত।  আর গাইবের সংবাদ আল্লাহ ব্যতিত অন্য কেউ জানেনা।

যেমন, জান্নাত সম্পর্কে হাদীসে এসেছে,
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত।
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( يَقُولُ اللَّهُ تَعَالَى : أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لَا عَيْنٌ رَأَتْ وَلَا أُذُنٌ سَمِعَتْ وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ ذُخْرًا بَلْهَ مَا أُطْلِعْتُمْ عَلَيْهِ ) ، ثُمَّ قَرَأَ ( فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ )
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ্ তা’আলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব বস্তুরাজি তৈরি করে রেখেছি, যা কোন চোখ দেখেনি, কোন কান শোনেনি এবং কোন ব্যক্তির মন কল্পনা করেনি। এসব ছাড়া যা কিছুই তোমরা দেখছ, তার কোন মূল্যই নেই। তারপর এ আয়াত পাঠ করলেন, কেউ জানে না তাদের জন্য নয়ন তৃপ্তিকর কী লুক্কায়িত রাখা হয়েছে, তাদের কৃতকর্মের পারিতোষিক হিসেবে। আবূ মুয়াবিয়াহ আ’মাশ হতে তিনি আবূ সালিহ হতে বর্ণনা করেন, আবূ হুরাইরাহ قُرَّةِ أَعْيُنٍএর স্থলে قُرَّاتِ أَعْيُنٍ পড়তেন।(সহীহ বোখারী-৪৭৮০-শামেলা)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেহেতু জান্নাত জাহান্নাম মানুষের কল্পনার বাইরের জিনিষ,তাই এটাকে কোনো কিছু দ্বারা কল্পনাও করা যাবে না। সুতরাং এটার কোনো ছবি বা ভিডিও কল্পিত আকারে নির্ধারণও করা যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (16 points)
reshown by
জাযাকুমুল্লাহ খাইরান শাইখ। 
আল্লাহ আপনাদের কাজে বারাকাহ দান করুন, আমীন।
by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...