কোনো স্বামী তার স্ত্রীর অনেক বেশি প্রশংসা করছিলো তখন স্ত্রী মনে করছে যে তার স্বামী তাকে পাম দিচ্ছে।তাই স্ত্রী বলে ছাড়ে না ছাড়ে না এখন একদম বেশি ছাড়িতেছে বা বেশি ছাইড়া দিছে অর্থাৎ বেশি প্রশংসা করতেছে। তখন স্বামী কিছুটা অভিমান করে বলছে আমি বেশি ছাড়ি বা বলছে আমি ছাইড়া দিছি তা যাও এটা বলে সে কোলের কাছ থেকে স্ত্রীকে সরায় দেয়।পাম দিচ্ছে এটা বললে সে মাঝে মধ্যে এমন করে বলে সরায় দেয়।আসলে এখানে সাংসারিক কোনো বিষয়ে কথা হচ্ছিল না আর ছাড়াছাড়ির ব্যাপারে তো না ই।স্ত্রীর কথার পিঠে সে এটা বলছে।তোমাকে ছেড়ে দিলাম বা তোমাকে ছেড়ে দিছি এরকমটা বলেনি।এরকম কোনো কারনও তাদের মধ্যে হয়নি।স্ত্রীও তালাক বোঝায়নি তার কথা দ্বারা।
১.এখানে স্বামীর কথায় কি কোনো তালাক হবে??
২.এখানে স্বামী যে বলছে আমি বেশি ছাড়ি বা আমি ছাইড়া দিছি তা যাও কোনো একটা কথায় কি তালাক হতে পারে??যদি ছাড়ার উদ্দেশ্যে না বলে অন্য কোনো উদ্দেশ্যে বলে।
৩.আমি ছাইড়া দিছি এটা নিয়ে স্ত্রীর সন্দেহ হচ্ছে যে স্বামী এটা বলছে কিনা।আবার জিজ্ঞেস করতেও ভয় পাচ্ছে যে স্বামী রেগে উল্টাপাল্টা কিছু বলে কিনা কারন আগেও তালাক নিয়ে তাদের মধ্যে অনেক ঝামেলা হয়েছে।এখন সন্দেহের বশে জিজ্ঞেস করা কি ঠিক হবে??আর জিজ্ঞেস না করলে কি স্ত্রীর গুনাহ হবে
৪.যাও কথাটা বলার দ্বারা কি তালাক হবে?? ও আমি বেশি ছাড়ি এটা বলাতে কি তালাক হবে??
৫.কোনো মহিলা যদি মনে মনে বলে বিয়ের চেয়ে প্রেম করা ভালো তাহলে কি তার ইমান চলে যাবে??
৬.স্ত্রী স্বামী কে বলে কত কিছু বা কত ছুতা ধরেন ছাইড়া দেন নাই/নাকি।তখন স্বামী বলে কতকিছু/কত (এখানে কি বলছে নাকি বলেইনি স্ত্রীর মনে নেই) ছাইড়া দিছি দু একটা ধরি।এখানে দোষ বা ছুতা ধরা ও ছাড়ার কথা হচ্ছিল।তবে স্ত্রীর ছাইড়া দেন নাই/নাকি এটা বলার পর তালাকের কথা মাথায় আসে তবে কিভাবে আসছে তা মনে নেই। ঘটনার বিবরণ মতে স্বামীর কথায় কি তালাক হবে??