ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনার হবু শাশুড়ি যেহেতু আপনার হবু স্ত্রীর আপন মা নয়, তাই আপনার হবু শাশুড়ি আপনার জন্য গায়রে মাহরাম। সুতরাং আপনি তার সাথে দেখা করতে পারবেন না।তার সামনে বসে আলাপ আলোচনা ইত্যাদি করতে পারবেন না। কেননা ঐ মহিলা আপনার গায়রে মাহরাম। তবে যেহেতু ঐ মহিলাকে আপনার স্ত্রী মা বলে ডাকছে, তাই আপনি বাইরে শাশুড়ি বলে বা শাশুড়ি মা বলে পরিচয় দিতে পারবেন।কিন্তু মা বলতে পারবেন না।মা বলার অর্থ হল, তার সাথে মাহরামের মত কথা বলা। এমনটা আপনি করতে পারবেন না।
গায়রে মাহরাম সম্পর্কে আল্লাহর যে বিধান রয়েছে,সেই বিধানকে অবশ্যই ফলো রাখতে হবে-
আল্লাহ তা'আলা বলেনঃ
ﻭَﺇِﺫَﺍ ﺳَﺄَﻟْﺘُﻤُﻮﻫُﻦَّ ﻣَﺘَﺎﻋًﺎ ﻓَﺎﺳْﺄَﻟُﻮﻫُﻦَّ ﻣِﻦ ﻭَﺭَﺍﺀ ﺣِﺠَﺎﺏٍ ﺫَﻟِﻜُﻢْ ﺃَﻃْﻬَﺮُ ﻟِﻘُﻠُﻮﺑِﻜُﻢْ ﻭَﻗُﻠُﻮﺑِﻬِﻦَّ
তোমরা তাঁর পত্নীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্যে এবং তাঁদের অন্তরের জন্যে অধিকতর পবিত্রতার কারণ।{সূরা আহযাব-৫৩)