আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
একজন ব্যক্তির বাবা, সরকার কতৃক প্রদত্ত ঈদ-উল-আযাহা উপলক্ষে প্রত্যেককে ১০ কেজি চাল বিতরণ প্রকল্প থেকে ৯০কেজি চাল বাড়িতে নিয়ে আসে তারপর তার ছেলে এত চাল কেন বাড়িতে জিজ্ঞাসা করলে তারা কোন সদুত্তর দিতে পারিনি! ছেলেটি বুঝলে পারে এটা অবৈধভাবে আনা হয়েছে। এদিকে ছেলেটা ৫ ওয়াক্ত নামাজ ও হালাল-হারাম মেনে চলতে সর্বোচ্চ চেষ্টারত। এখন ছেলে এই ভয়ে আছে যে সে যদি ওই হারাম চালের ভাত খায় তো তার ইবাদত কবুল না ও হতে পারে। এখন সে এই হারাম থেকে কিভাবে বাচতে পারে? এবং বাধ্য হয়ে যদি তাকে ওই চালের ভাত খেতেই হয় তাহলে কি সে-ও গুনাহগার হবে? বলে রাখা ভাল ছেলেটা এখনও ছাত্র।
জাযাকাল্লাহ খইরন মুহতারাম।