ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
وَكَذَا لَوْ لَفَّ الثَّوْبَ النَّجَسَ فِي ثَوْبٍ طَاهِرٍ وَالنَّجَسُ رَطْبٌ مُبْتَلٌّ وَظَهَرَتْ نَدْوَتُهُ فِي الثَّوْبِ الطَّاهِرِ لَكِنْ لَمْ يَصِرْ بِحَالٍ لَوْ عُصِرَ يَسِيلُ مِنْهُ شَيْءٌ مُتَقَاطِرٌ لَا يَصِيرُ نَجَسًا. اهـ
যদি ভিজা নাজাসত সম্ভলিত কাপড়কে পবিত্র কাপড়ের সাথে লেপ্টিয়ে দেয়া হয় বা ভাজ করা হয়,এবং শুকনা কাপড়ে নাজাসতের চিহ্ন পরিলক্ষিত হয়,যদি শুকনো কাপড় এমন পর্যায়ে পৌছে না যে,তাকে চিপানো হলে, তা থেকে কিছু বের হবে,তাহলে এমতাবস্থায় উক্ত কাপড় নাপাক হবে না।(আল-বাহরুর রায়েক-১/২৪৪)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/7947
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
আপনার শরীরের ঐ অংশ যেখানে নাপাক পানির ছিটা স্লিভের উপর লেগেছে বলে মনে হয়, তবে হাত ভিজেনি, তাই আপনার হাত নাপাক হবে না।
(২)
পা, পাকই থাকবে।
(৩) জ্বি, এগুলো পবিত্রতার ক্ষেত্রে সমস্যা তৈরী করবে।সেই জন্য বালতি থেকে কাপড়কে নিয়ে বাহিরে কোথাও চিপতে হবে।
(৪)
নাপাকি ধৌত করার সময় অত্যন্ত সতর্কতার সহিত ধৌত করতে হবে। বেসিনের বাহিরে কোনো চিটা পড়লে সেই জায়গা অবশ্যই নাপাক বলে বিবেচিত হবে।