ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
জ্বী, আপনাদের বিবরণমতে আপনারা কোনো বাসায় একত্রিত হয়ে দ্বীনি আলোচনা করতে পারবেন।এতে কোনো সমস্যা হবে না।অন্য বোনদেরকে দ্বীনের দাওয়াত দিতে পারবেন।তবে সর্বদা পর্দার দিকে লক্ষ্য রাখতে হবে।
দারুল উলুম দেওবন্দ, ফাতাওয়া নং
Fatwa:86-99/N=2/1441
البتہ کسی باپردہ گھر میں محلہ کا مختصر اجتماع ہو، جس میں آس پاس کے گھروں کی مستورات جمع ہوجائیں اور کسی معتبر کتاب سے کچھ دینی باتیں سنادی جائیں، پھر ہر شخص انفرادی طور پر دعا کرلیا کرے اور کبھی حسب موقع اپنے لیے اور امت کے لیے جہری دعا کرادی جائے تو اس میں کچھ مضائقہ نہیں