আসসালামু আলাইকুম, আমি আজকে সকালে স্বপ্ন দেখলাম, আমার প্রতিবেশী যার সাথে আমার সম্পর্ক ভালো ছিল না কখনোই,,আমি দেখলাম সে ইচ্ছে করে ক্রিকেট বল দিয়ে আমার রুমে বল মেরেছে যাতে টিভি ভেঙে যায়,আর ধানের ঝাড়তেছিলো,তুষ গুলো আমার রুমে সে ফেলে যায় জানালা দিয়ে,,আমাকে ক্ষেপায়,আমি রেগে যাই, পরবর্তী তে আমার রুমে এসে আমি খারাপ যা তা বলে পরে আমিও বলি,ভালই তো আমাকে নিয়ে আপনার এত চিন্তা হয় বলেই ভাবেন সেটা খারাপ কিছু নয়,ভালই,,সে আমাকে বলে আমি খারাপ,পরে রেগে গিয়ে তার গলা টিপে আমি তাকে হত্যা করে সে মরে যায় কল্পনাও করিনি,পরে তাকে বস্তায় ভরে আমি দ্রুত খালে ফেলে দেই,শায়েখ,আমি মানুষ হত্যা করবো এতো আমার কল্পনার ও বাইরে,আমার ভয় লাগছে শায়েখ এ আমি কেমন স্বপ্ন দেখলাম।
পাশাপাশি আরেকটি প্রশ্নের উত্তর জানতে চাই,,একটা ছেলে আমাকে পছন্দ করে,আমার ব্যাচমেট সে,আমি খাস পর্দা করি,আমাকে মাহরাম ব্যাতীত কেউ দেখেনি আজ অবদি,আমি এখন অনার্স ২য় বর্ষে পড়ি,সে সিএসসি নিয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটি তে পড়ে,,আমাদের কলেজ এক ই ছিলো
আমার পরিবার নামাজ পড়ে রোযা রাখে কিন্তু আমার মত প্যাক্টিসিং নয় তবুও আমার মা বোরখা পড়ে,তবে মাহরাম মেইনটেইন করেনা কঠোর ভাবে,,
আর ওই ছেলের পরিবার এত ধার্মিক না,,ছেলে নামাজ পড়ে কিন্তু আমার মত কিয়ামুল লাইলে অংশ নেয়না,,প্যান্ট টাখনুর নিচে পড়ে না,কিন্তু আমাকে সে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছে(অনলাইনে),বলেছে আমার চেহারা তার দেখার প্রয়োজন নেই,তার মাকে নিয়ে এসে দেখবে,তার মা বোরখা পড়েনা,থ্রি পিস পড়ে,আমি আরকি মোটামুটি বর্ণনা দিলাম,, এখন ওনাদের কি আমার রাজি হওয়া উচিত? এমন ভাবে সে বলে আমাকে সে ভালো রাখবে অমুক সমুখ,,অথচ আমি এমন ছেলে মনে কল্পনা করিনা কখনো,আমি তাকে বলেছি আপনার সাথে আমার হারাম কিছু যদি কল্পনা করেন সেটা ভুল হবে,যদি বিয়ে করতে চান আমার পরিবার এর সাথে কথা বলুন,,আমার কেমন যেন ওনার প্রতি ভালো লাগা সৃষ্টি হয়েছে,আমি আর কথা বাড়াইনি,যদি বেশী কিছু বলে আমি ব্লক করে দেবো,,,এখন এই পাত্র কি আমার জন্য উপযুক্ত? সে বলে আমি যা বলবো সে নাকি সেটাই করবে ভবিষ্যতে, যদি না করে?