জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মাইয়্যিতের সম্পদ হতে কাফন দাফন করার পর তার সমূদয় হতে তার ঋন শোধ করতে হবে।
তারপর তিনি ওছিয়ত করে গেলে তার তিন ভাগের এক ভাগ সম্পদ হতে অছিয়ত আদায় করতে হবে।
তারপর ওয়ারিশদের মাঝে সম্পদ বন্টন হবে।
যদি মাইয়্যিতের সমস্ত সম্পদ হতে ঋন শোধ করতে গিয়ে তার সমস্ত সম্পদ শেষ হয়ে যায়,তবুও তার সম্পদ ওয়ারিশগন নিতে পারবেননা।
এর দ্বারা কাফন দাফনের পর প্রথমত ঋন শোধ করতে হবে।
হাদীস শরীফে এসেছেঃ
أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، أَنَّهُ قَالَ إِنَّكُمْ تَقْرَءُونَ هَذِهِ الآيَةَ : (مِنْ بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ ) وَأَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَى بِالدَّيْنِ قَبْلَ الْوَصِيَّةِ وَإِنَّ أَعْيَانَ بَنِي الأُمِّ يَتَوَارَثُونَ دُونَ بَنِي الْعَلاَّتِ الرَّجُلُ يَرِثُ أَخَاهُ لأَبِيهِ وَأُمِّهِ دُونَ أَخِيهِ لأَبِيهِ . حَدَّثَنَا بُنْدَارٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ .
আলী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, তোমরা এ আয়াত পাঠ করে থাকঃ “যা কিছু তোমরা ওয়াসিয়াত কর বা যে ঋণ রয়েছে তা আদায় করার পর........" (সূরাঃ আন-নিসা-১২)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিয়াত পূরন করার পূর্বে ঋণ আদায়ের ফায়সালা দিয়েছেন। বৈমাত্রেয় বা বৈপিত্রেয় ভাইদের আগে সহোদর ভাই উত্তরাধিকারী হবে (যদি মৃত ব্যক্তির উভয় ধরনের ভাই থাকে)। সহোদর ভাই উত্তরাধিকারী হবে, বৈমাত্রেয় ভাইয়ের পূর্বে।
(হাসান, ইবনু মা-জাহ (২৭১৫) তিরমিজি ২০৯৪)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আপনার বাবা যদি ঋণ পরিশোধ না করে মারা যায়, তাহলে আপনার বাবার কাফন দাফনের৷ আপনার বাবার রেখে যাওয়া সম্পদ হতে তার ঋণ পরিশোধ করতে হবে।
এর আগে তাহা ওয়ারিশদের মাঝে বন্টন করে নেয়া জায়েজ হবেনা।
তার সম্পদ হতে যদি ঋণ সম্পূর্ণ পরিশোধ না হয়,তাহলে আপনারা সন্তান হিসেবে নিজেরা বাকিটুকু আদায় করে দিতে পারেন,এতে বাবার প্রতি ইহসান ও দয়া হবে।