আস সালামু আলাইকুম।
পড়াশুনা এর জন্য আমার মামা আমাদের বাসায় থাকাকালে আমার নানা আম্মুকে কিছু টাকা দিয়ে বলে, "ছেলেটা তোমার কাছে থাকে।কখন কি লাগে,কখন কোথায় কিসের টাকা লাগে বলা যায় না।হয়ত প্রয়োজন এর সময় দিতে পারব না।তোমাকে আমি দিলাম।খরচ করলে কইরো,না করলে না কইরো।তোমার কাছে রাইখো।"
কয়েক বছর আগে নানা মারা গেছেন ।
নানা মারা যাবার আগে জমি সংক্রান্ত বিষয়ে কিছু ঋণ ছিল।যা আমা শোধ করছে।এখনো বেশ কিছু ঋণ বাকি আছে।
টাকা টা আম্মুকে দিয়েছিল খরচ করতে।
এখন এই টাকা কি খাতে ব্যয় করা উচিত? আম্মু চাচ্ছে খালা মামা আর নানীকে টাকা দিয়ে দিতে। অথবা নানার পক্ষ থেকে কুরবানি দিতে।অথবা মসজিদ/এতিমখানাতে সাদাকা করতে।
এমতাবস্থায় ইসলাম এর আলোকে কি করা উচিত?