আমি শুনেছি যদি কোন ব্যক্তি স্বপ্নে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেন, তাহলে সেই ব্যক্তি নাকি জান্নাতি।
এখন আমার প্রশ্ন টা হলো, সেই ব্যক্তি যদি নবীজী কে স্বপ্নে দেখার পর তার আমল নষ্ট করে ফেলে বা সে আগে যেমন আমলিয়াত ছিল এখন যদি সে বে নামাজি হয়, আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে কি সেই ব্যক্তি জান্নাতি হবে?
আর ওই ব্যক্তি কি আসলেই নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্বপ্নে দেখেছেন নাকি অন্য কিছু ?
আরও ভালোভাবে বুঝার জন্য বলতেছি। আমি আগে মাদ্রাসায় পরতাম। চেষ্টা করতাম যেন কখনও নামাজ কাজা না হয়। এবং জামায়াত মিস্ না করারও চেষ্টা করতাম। খুব বেশি আমলিয়াত ছিলাম না। কিন্তু চেষ্টা করতাম। হঠাৎ একদিন রাতে স্বপ্নে দেখি আমার পাশে একজন ব্যক্তি বসা, চেহারা অনেক সুন্দর কিন্তু বিবরণ দিতে পারবো না। কারণ ঘুম থেকে উঠার পর হুবহু সেই চেহারার বিবরণ দেওয়া অসম্ভব। আনুমানিক আমরা মধ্য বয়সী মানুষ যেমন বুঝি, চুল দাড়ি পাকা এবং না পাকা এর মাঝামাঝি বয়সের (৪০/৪২/৪৫) একজন ব্যক্তি। গায়ে সাদা রঙের পাঞ্জাবি কিংবা মাদ্রাসার শিক্ষকরা যে ধরনের ঢিলেঢালা বড় গলার গেঞ্জি গায়ে দেয়, সেই রকম একটা কিছু গায়ে ছিল। মাথায় টুপি পরা। আমাকে অন্য কেউ বলল উনি কে জানো? আমি বললাম না। তখন আমাকে অপর ব্যক্তি বলল উনি আমাদের নবী উনাকে সালাম কর। আমি দাঁড়িয়ে উনাকে সালাম দিলাম এবং উনি জবাব দিলেন। এরপর আর আমার কিছু মনে নেই।
আমি সেদিন কি আসলেই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি কি না?
এর সঠিক ব্যাখ্যা আমাকে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে যেন আবার সঠিক পথে ফিরিয়ে দেয়।