بسم الله الرحمن الرحيم
জবাব,
শুধুমাত্র
মনি বের হলে গোসল ফরজ হবে। অন্যান্যগুলো বের হলে গোসল ফরজ হবেনা। বরং গোপনাঙ্গ ও কাপড় ধৌত
করে ওজু করে নিলেই পবিত্রিতা অর্জিত হবে। এক্ষেত্রে গোসলের কোনো প্রয়োজন পড়বেনা।
যেমনঃ-
ফাতওয়ায়ে হিন্দিয়াতে বর্ণিত আছে.............
الْمَذْيُ يَنْقُضُ الْوُضُوءَ وَكَذَا الْوَدْيُ وَالْمَنِيُّ إذَا خَرَجَ
مِنْ غَيْرِ شَهْوَةٍ
মযি অজুকে
ভেঙ্গে দেয় ঠিক তেমনিভাবে ওদী এবং ঐ মনি যা কামুত্তেজনা বতীত বাহির হয় তাও ওজুকে ভেঙ্গে
দেয়। (ফাতাওয়ায়ে হিন্দিয়া -১/১০)
কোন ব্যক্তি
ঘুম থেকে উঠে যদি তার শরীরে বা কাপড়ে বীর্য ছাড়া অন্য সিক্ততা দেখে, যেমন মযী বা ওদী। তাহলে উক্ত ব্যক্তির
উপর গোসল ফরজ হয় না।
কিন্তু
ঘুম থেকে উঠে শরীরে বা কাপড়ে বীর্য দেখে, তাহলে স্বপ্নদোষের কথা মনে থাকুক বা না
থাকুক উভয় অবস্থায় তার উপর গোসল করা ফরজ।
ঘুম থেকে
উঠে কাপড়ে ভিজা পেলে কিংবা বীর্যের আলামত পেলে স্বপ্নের কথা স্মরণ না হলেও গোসল করা
ফরয। হাদীস শরীফে এসেছে, আম্মাজান আয়েশা রা. থেকে
বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি ঘুম থেকে উঠার
পর ভিজা অনুভব করে, কিন্তু তার স্বপ্নের কথা স্মরণ
নেই তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে
তিনি উত্তরে বলেন, হ্যাঁ, তাকে গোসল
করতে হবে। আর ঐ ব্যক্তি যার স্বপ্নের কথা স্মরণ আছে কিন্তু সে কাপড়ে বা শরীরে কোনো
ভিজা পায়নি তার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, না, তার জন্য
গোসল করা জরুরি নয়। -জামে তিরমিযী, হাদীস : ১১৩; সুনানে
আবু দাউদ, হাদীস : ২৪০; বাদায়েউস সানায়ে ১/১৪৮-১৪৯; মাবসূত, সারাখসী
১/৬৯৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
আরো বিস্তারিত জানতে
ভিজিট করুন: https://ifatwa.info/39344/?show=39344#q39344
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যদি উক্ত
সাদা স্রাব উত্তেজনার সাথে বের হয় তাহলে গোসল ফরজ হবে। অন্যথায় গোসল
ফরজ হবেনা। বরং গোপনাঙ্গ ও কাপড় ধৌত করে ওজু করে নিলেই পবিত্রতা
অর্জিত হবে। এক্ষেত্রে গোসলের কোনো প্রয়োজন পড়বেনা। তবে যদি স্বপ্নের কথা
স্মরণ না থাকে কিন্তু নির্গত সাদা স্রাব মনি হওয়ার প্রবল ধারণা হয় তাহলেও গোসল
ফরজ। কিন্তু উত্তেজনা ছাড়া বা অসুস্থতার দরুন নির্গত স্রাবের কারণে গোসল ফরজ হবে
না।