ক)ধরুন কেউ চায়,আল্লাহ তার প্রতি খুশি থাকুক।এটা তার লক্ষ্য।
আবার সে চাই আব্বু,আম্মু,গার্লফ্রেন্ড এরাও তার প্রতি খুশি থাক।এটা ও
তার লক্ষ্য। মাঝে মধ্যে এদের কে খুশি করতে গিয়ে আল্লাহর অবাধ্য হয়ে যায়।
আল্লাহ কে খুশি করতে দুনিয়াবি ত্যাগ স্বীকার করতে চায় না।এই ব্যাক্তি কি মুশরিক হিসেবে গন্য হবে??
খ) কেউ পরীক্ষা দিচ্ছিল। তখন এমন অবস্থা সৃষ্টি হলো যে যদি সে পরিক্ষায় ফেল করে গার্লফ্রেন্ড কে অসন্তুষ্ট না করে তবে শিরক হবে।কিন্তু তারপরেও সে পরিক্ষা দেওয়া বন্ধ না করে চালিয়ে গেল।
পরিক্ষা শেষ এ সে আল্লাহর কাছে তাওবা করল।
এরপর সে খুশি ছিল যে তাকে পরিক্ষা মিস দেওয়া লাগে নি।গার্লফ্রেন্ড রাগ করবে না।
শিরক হলেও সে পরিক্ষা দিতে পেরেছে।
তবে হ্যা,সে সবচেয়ে বেশি খুশি হত যদি এমন পরিস্থিতি সৃষ্টি না হত যে পরিক্ষা দিলে শিরক হবে।
এখন সে খুশি দুই কারনে।
১)পরিক্ষা দিতে পারছে।গার্লফ্রেন্ড কে রাখতে পারছে।
২)শিরক হলেও তাওবা করলে আল্লাহ মাফ করেন।আর সে তাওবা করছে।
এই ব্যাক্তি কি মুশরিক হিসেবে গন্য হবে??
এই তাওবা কবুল হবে বলে আশা করা যায়?
সে কি পরাশুনা চালিয়ে যেতে পারবে?
গ)যখন এমন কোন ভাবে শিরক হয় যে, শুধু তাওবা করলেই চলবে না,সাথে দুনিয়াবি ত্যাগও স্বীকার করতে হবে বা পছন্দের মানুষকে অসন্তুষ্ট করতে হবে তখন খুব মন খারাপ লাগে।তখন তাওবা করি আর সেই কাজ বাদ দেই।কিন্তু এটা কনিয়ে আমি খুব সিরিয়াস থাকি।সবসময় সচেতন থাকি আর চেষ্টা করি যাতে এরকম অবস্থায় পরতে না হয়।আর এরকম অবস্থায় পরে গেলে আমি কষ্টে আতকে উঠি।সবসময় চাই যেন এরকম অবস্থায় না পরি।
আর যখন এমন কোন ভাবে শিরক হয় যে শুধু তাওবা করলেই চলবে, দুনিয়াবি কোন স্বার্থ ত্যাগ করতে হবে না,পছন্দের মানুষকে অসন্তুষ্ট করা লাগবে না , তখন খুশি লাগে।যদিও আমি তাওবা করি তবে আগের ধরনের শিরক এর মত এত সচেতন থাকি না।
আমি কি মুশরিক হিসেবে গন্য হব?
ঘ)সেদিন হঠা্ত মনে হইল যে যদি আল্লাহ কোন দিন এমন পরিক্ষায় ফেলেন যে আম্মুকে খুন না করলে শিরক হবে, তখন আমি কি করব?
নিজের মন কে বললাম যদি আল্লাহ কখনো এমন অবস্থায় ফেলেই দেন,তবে অবশ্যই শিরক করব না,আম্মুকেই খুন করব,ইন শা আল্লাহ।
কিন্তু,আম্মুকে খুন করার পর আমার মন খুব খারাপ লাগবে হয়ত।
তখন কার কথা ভেবে আমার মন খুব খারাপ লাগতে শুরু করল।
আমআমার মনে খুব ইচ্ছা হচ্ছিল আল্লাহ যেন কখনো আমাকে এই পরিক্ষায় না ফেলেন।আমি এটা আল্লাহর কাছে দুয়াও করেছি যেন তিনি আমাকে এ অবস্থায় না ফেলেন।
এতে কি শিরক হবে??
ঙ)যদি আমি পরাশুনা না করে শুধু দুয়া করি আল্লাহর কাছে যেন সে আমাকে বুয়েটে চান্স পাওয়ায় দেয়,তবে কি বোকামিহবে???