বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
শশুর যদি স্বামীর সৎ বাবা হয়,তাহলে স্ত্রীর জন্য উক্ত ব্যক্তি গায়রে মাহরাম,আজনবী(অপরিচিত) এর মত।সুতরাং এমন শশুড়ের সাথে ঠিক সেভাবেই পর্দা করা ওয়াজিব।যেভাবে একজন আজনবীর সাথে পর্দা করতে হয়।ঠিক তেমনি শশুড় যদি স্বামীর আপন চাচা হয়,তাহলে উক্ত শশুড় গায়রে মাহরাম আজনবীর মত।সুতরাং উক্ত শশুড়ের সাথেও পর্দা করা ফরয।এমনকি নিজ স্বামীর পিতার সাথেও পর্দা করা ফরয।কেননা এখানে ফিতনার আশংকা রয়েছে।যদিও নিজ স্বামীর পিতা মাহরামের অন্তর্ভুক্ত। অর্থাৎ ঐ সমস্ত মাহরামের সাথেও পর্দা করা ওয়াজিব।যাদের সম্পর্কে ফিতনার আশংকা বিদ্যমান রয়েছে।ফিতনার আশংকা না থাকলে স্বামীর পিতার সামনে তখন পর্দার বিধানে শীতিলতা চলে আসবে।