আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
354 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসসালামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লহ

স্বামীকে না জানিয়ে জন্মনিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে?
কিছুদিন আগেই বাবু হয়েছে।বাবুর মা শারীরিকভাবে দুর্বল।কিন্তু, তার স্বামী কোনো ব্যবস্থা নিতে দিবে না।এক্ষেত্রে তাকে না জানিয়ে ব্যবস্থা নিলে শরীয়তের হুকুম কি?

1 Answer

0 votes
by (606,750 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
স্বামীকে না জানিয়ে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা কখনো উচিৎ হবে না। (ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ -অনলাইন ফাতাওয়া নং Fatwa ID: 300-304/Sd=5/1438

قال ابن عابدین: ولذا ینبغي تحریرہ أن یکون لہ منعہا عن کل عمل یوٴدي إلی تنقیص حقہ أو ضررہ أو إلی خروجہا من بیتہ ․․․ (رد المحتار: ۳/۶۰۲، ۶۰۳، باب النفقة)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যদি স্বামী এক রোখা হয়, অন্যদিকে সন্তান নিলে বাস্তবেই ক্ষতি হবে বলে ডাক্তার পরামর্শ দেয়, তাহলে এমতাবস্থায় চার মাসের পূর্বে স্বামীকে না জানিয়ে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করার রুখসত থাকবে। সর্বোপরি স্বামীর অনুমোদন সাপেক্ষে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করাই উত্তম হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...