ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
স্বামীকে না জানিয়ে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা কখনো উচিৎ হবে না। (ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ -অনলাইন ফাতাওয়া নং Fatwa ID: 300-304/Sd=5/1438
قال ابن عابدین: ولذا ینبغي تحریرہ أن یکون لہ منعہا عن کل عمل یوٴدي إلی تنقیص حقہ أو ضررہ أو إلی خروجہا من بیتہ ․․․ (رد المحتار: ۳/۶۰۲، ۶۰۳، باب النفقة)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যদি স্বামী এক রোখা হয়, অন্যদিকে সন্তান নিলে বাস্তবেই ক্ষতি হবে বলে ডাক্তার পরামর্শ দেয়, তাহলে এমতাবস্থায় চার মাসের পূর্বে স্বামীকে না জানিয়ে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করার রুখসত থাকবে। সর্বোপরি স্বামীর অনুমোদন সাপেক্ষে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করাই উত্তম হবে।