ক)ধরুন কেউ চায়,আল্লাহ তার প্রতি খুশি থাকুক।এটা তার লক্ষ্য।
আবার সে চাই আব্বু,আম্মু,গার্লফ্রেন্ড এরাও তার প্রতি খুশি থাক।এটা ও
তার লক্ষ্য। মাঝে মধ্যে এদের কে খুশি করতে গিয়ে আল্লাহর অবাধ্য হয়ে যায়।
আল্লাহ কে খুশি করতে দুনিয়াবি ত্যাগ স্বীকার করতে চায় না।এই ব্যাক্তি কি মুশরিক হিসেবে গন্য হবে??
খ) কেউ পরীক্ষা দিচ্ছিল। তখন এমন অবস্থা সৃষ্টি হলো যে যদি সে পরিক্ষায় ফেল করে গার্লফ্রেন্ড কে অসন্তুষ্ট না করে তবে শিরক হবে।কিন্তু তারপরেও সে পরিক্ষা দেওয়া বন্ধ না করে চালিয়ে গেল।
পরিক্ষা শেষ এ সে আল্লাহর কাছে তাওবা করল।
এরপর সে খুশি ছিল যে তাকে পরিক্ষা মিস দেওয়া লাগে নি।গার্লফ্রেন্ড রাগ করবে না।
শিরক হলেও সে পরিক্ষা দিতে পেরেছে।
তবে হ্যা,সে সবচেয়ে বেশি খুশি হত যদি এমন পরিস্থিতি সৃষ্টি না হত যে পরিক্ষা দিলে শিরক হবে।
এখন সে খুশি দুই কারনে।
১)পরিক্ষা দিতে পারছে।গার্লফ্রেন্ড কে রাখতে পারছে।
২)শিরক হলেও তাওবা করলে আল্লাহ মাফ করেন।আর সে তাওবা করছে।
এই ব্যাক্তি কি মুশরিক হিসেবে গন্য হবে??
এই তাওবা কবুল হবে বলে আশা করা যায়?
সে কি পরাশুনা চালিয়ে যেতে পারবে??
গ)সেদিন হঠা্ত মনে হইল যে যদি আল্লাহ কোন দিন এমন পরিক্ষায় ফেলেন যে আম্মুকে খুন না করলে শিরক হবে, তখন আমি কি করব?
নিজের মন কে বললাম যদি আল্লাহ কখনো এমন অবস্থায় ফেলেই দেন,তবে অবশ্যই শিরক করব না,আম্মুকেই খুন করব,ইন শা আল্লাহ।
কিন্তু,আম্মুকে খুন করার পর আমার মন খুব খারাপ লাগবে হয়ত।
তখন কার কথা ভেবে আমার মন খুব খারাপ লাগতে শুরু করল।
এতে কি শিরক হবে?