জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কুরবানীর সময় নিয়ত করতে হবে।
এবং উচিত হল: জবাই করার সময় তাসমিয়া (বিসমিল্লাহ্) বলা ও তাকবীর (আল্লাহু আকবার) বলা।
যেহেতু সহিহ বুখারী ও সহিহ মুসলিমে আনাস (রাঃ) থেকে সাব্যস্ত হয়েছে যে, তিনি বলেন: "নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুটো ভেড়া দিয়ে কুরবানী করেছেন। দুটোকে তিনি নিজ হাতে জবাই করেছেন; বিসমিল্লাহ্ বলেছেন এবং তাকবীর বলেছেন।"[সহিহ বুখারী (৭/১৩০, হাদিস নং ৫৫৫৪) ও সহিহ মুসলিম (৩/১৫৫৬, হাদিস নং ১৯৬৬) ও মুসনাদে আহমাদ (৩/১১৫)]
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার বাবাকে টাকা দেয়ার সময় আপন যেহেতু বাবাকে আপনার নামে কুরবানী দেয়ার কথা স্পষ্ট ভাবে বলেননি,তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে কুরবানী আপনার পক্ষ থেকে আদায় হবেনা।
,
হ্যাঁ যদি আপনি আপনার বাবাকে স্পষ্ট ভাবে আপনার নামে কুরবানী দেয়ার কথা বলেন,তারপরেও আপনার বাবা যদি নিজের নামে কুরবানী দেয়,তাহলে আপনার জিম্মা থেকে কুরবানী সাকেত হবে।
,
তবে আপনার বাবার উপর আবশ্যক হবে আপনার কুরবানী বাবদ টাকা গরিব মিসকিনকে দান করে দেয়ার।