আসসালামু আলাইকুম। মাসিক শেষ হবার পর পাক হবার জন্য আমরা যে গোসল করি, তখন কি মাথা শ্যাম্পু অথবা সাবান দিয়ে ধোওয়া জরুরী? ( শুনেছি মাথার চুল ও নাকি নাপাক হয়ে যায়?)
মাসিক অবস্থায় কাপড়ে অথবা বিছানার চাদরে যদি একটুও নাপাকী না লেগে থাকে তাহলেও কি বিছানা, গায়ের কাপড় এগুলা পাক সাফ করে ধুতে হবে? (অনেকে বলেন যে, মাসিক অবস্থায় মেয়েদের ঘাম ও নাকি নাপাক। তাই বিছানার চাদর আর গায়ের ব্যবহার্য জিনিসপত্র ধোওয়া জরুরী।)