আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
276 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (43 points)
১)কোন কাফের এর সাথে প্রয়োজনীয় কাজ বা অপ্রয়োজনীয় কাজ (সাধারণ গল্পগুজব ) শেষ করার পর তাকে চলে যেতে বলার বিধান কি? যদি তাদের সাথে কথা বলা শেষে বলা হয় যে তুমি চলে যাও, এবং স্বভাবতই সে যদি কুফরি কাজে লিপ্ত হয়, তাহলে কি এতে কোন আমার গুনাহ হবে?( গুনাহঃকুফরি কাজ এ সাহায্য)

একজন নারীবাদী কাফের?

"পুরুষরা নারীদের উপর কর্তৃত্ব করে কারণ আল্লাহ তাদেরকে একে অপরের থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন"

এই আয়াত দ্বারা কি বুঝানো হয়েছে? যে আল্লাহ নারীকে তার ঘর শাসন করতে নিষেধ করেছেন? এবং একজন নারীবাদী কি কাফির কারণ তিনি বিশ্বাস করেন যে একজন নারী পুরুষের সমান অধিকার পাবে? কোন নারীবাদী কি কবিরা গুনাহগার নাকি কাফির?

৩) আমরা দৈনন্দিন বিভিন্ন কাজ করার সময়, খাবার খাওয়ার সময় সবসময় কি মনে রাখা আবশ্যক যে আল্লাহ আমাদের হাটার ক্ষমতা দিয়েছেন, খাদ্যগুলোর নিজস্ব ক্ষমতা নেই আমাদেরকে বাচিয়ে রাখার, আল্লাহ দিয়েছেন এগুল...... ইত্যাদি? ইচ্ছাকৃত মনে না রাখলে কি শিরক হবে? এভাবে মনে রাখলে দৈনন্দিন কাজ করা কঠিন হয়ে যায় আবার শিরকেরও ভয় থাকে

৪) ফেসবুকে ইলুমিনাটির চিহ্ন রয়েছে। যদি কেউ বৈধ কারণ ছাড়া ফেসবুক ব্যবহার করে, তাহলে সে কি কাফের হয়ে যাবে নাকি বড় পাপী হবে? (তিনি ইলুমিনাটির উদ্দেশ্যকে ঘৃণা করেন।

৫) হিন্দুদের কি পড়াশুনার কাজে সাহায্য করা যাবে? যেহেতু তারা পড়াশুনা করে সেই পড়শুনার অগ্রগতির জন্য তাদের কল্পিত দেব দেবির কাছে প্রার্থনা করে? আবার তাদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করে?

1 Answer

0 votes
by (583,020 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


অমুসলিমদের সাথে আচরণের ক্ষেত্রে সূরা মুমতাহিনার এই নির্দেশনাটি বিশেষভাবে প্রণিধানযোগ্য-

لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ  إِنَّمَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ قَاتَلُوكُمْ فِي الدِّينِ وَأَخْرَجُوكُمْ مِنْ دِيَارِكُمْ وَظَاهَرُوا عَلَى إِخْرَاجِكُمْ أَنْ تَوَلَّوْهُمْ وَمَنْ يَتَوَلَّهُمْ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ

যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরম্নদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের ঘর-বাড়ি থেকে বহিষ্কার করেনি, তাদের সঙ্গে সদাচরণ করতে ও তাদের প্রতি ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ  তো তোমাদের তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে, তোমাদেরকে তোমাদের ঘর-বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তোমাদেরকে বের করার কাজে একে অন্যের সহযোগিতা করেছে। যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা জালিম। -সূরা মুমতাহিনা : ৮-৯

★সুতরাং অমুসলিদের সাথে ভালো আচরণ করতে হবে।
ইসলামের দিকে আকৃষ্ট করা উদ্দেশ্য হলে এমন আচরণ করায় ছওয়াব হবে।
তবে তাদের সাথে বন্ধুত্ব করা যাবেনা।

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
(০১)
এতে আপনার গুনাহ হবেনা।

(০২)
তারা যদি কুরআনের কোনো স্পষ্ট আয়াত অস্বীকার কর বা ভুল/অন্যায় বলার চেষ্টা করে,তাহলে তারা কাফের। 

(০৩)
না,শিরক হবেনা।

(০৪)
সে কাফের হয়ে যাবেনা।
ফেসবুক চালাইতে গিয়ে যদি শরীয়াহ বিরোধী কোনো কাজ করে,তাহলে তার গুনাহ হবে।

(০৫)
হ্যাঁ, তাদের পড়াশোনার কাজে সাহায্য করা যাবে,তবে এতে তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দেয়ার উদ্দেশ্য থাকতে হবে।  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (43 points)
+1
১)এর জন্যঃ
 মানে প্রয়োজনীয় অথবা অপ্রয়োজনীয়(পাপ কাজ ও হতে পারে) যেকোনো কাজই হোক না কেন, তাদের সাথে কথা বলার পর চলে যেতে বললে আর যদি তারা কুফরি কাজে লিপ্ত হয়,  এতে আমার ❝কোন কুফরি কাজে সাহায্যের গুনাহ হবে না? ❞

৫) এর জন্যঃ
 ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার নিয়ত না থাকলে কি হেল্প করা যাবে?


by (583,020 points)
(০১)
না, এতে কুফরি কাজে সাহায্যের গুনাহ হবেনা।

(০২)
হ্যাঁ যাবে।   

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...