আসসালামু আলাইকুম
আমার স্বামী China তে M phil শিক্ষার্থী হিসেবে গিয়েছিল। তিনি ছুটিতে দেশে আসছিলেন, পরে আর যেতে পারেননি covid এর জন্য। তখন তিনি ধীরে ধীরে দ্বীনের বুঝ পান। গত বছর আমাদের বিয়ে হয়। বাংলাদেশ - চীনের সীমান্ত খুললে তাকে আবার চলে যেতে হবে। তিনি কোথাও থেকে শুনেছেন যে কুফফার দেশে স্ত্রীকে নিয়ে যাওয়া জায়েয না। তাই তিনি ৪-৬ মাস পর পর দেশে আসবেন দেখা করতে।
কিন্তু আমি আমার স্বামীকে ছাড়া আলাদা থাকতে চাই না কখনো। যতদিন না তিনি পরিবার নিয়ে যাওয়র সামর্থ্যবান না হন ততদিন আলাদা থাকতে হবেই। কিন্তু তার সামর্থ্য হয়ে গেলেও যদি তিনি আমাকে না নিয়ে যান তখন সেটা আমি মেনে নিবো কিভাবে, মন কে কি বুঝাবো তখন।
তার China তে settle হওয়ার কোনো ইচ্ছা নেই। শুধুমাত্র লেখাপড়া শেষ করতে যতদিন লাগে ততদিন থাকবেন। হয়তো ১.৫-২ বছর অথবা আরও একটু বেশি।
কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি কেনো তার সাথে china তে যেতে পারবো না? তার সাথে সেখানে থাকতে পারবো না? কুফফার দেশে কি সত্যি স্ত্রী সন্তান নিয়ে যাওয়া জায়েজ নেই? আর ৩ মাস পর ইন শা আল্লাহ আমাদের প্রথম সন্তান হবে। আমার স্বামীর সামর্থ্য হয়ে গেলে কি আমি সেখানে যেতে পারবো না তার সাথে??