কোন স্ত্রি যদি তার সামিকে বলে তুমি নামায সুরু কর সব ঠিক হয়ে যাবে, তখন যদি সেই সামি বলে, ((((((সে নামায পরা শুরু করলে তার স্ত্রি বাদ হয়ে যাবে,)))))) তখন সেই স্ত্রি জানতে চায় বাদ হউয়া বলতে সামি কি বুঝাইছে, সামি স্ত্রি এর সাথে সম্পক শেষ হয়ে যাবে নাকি সে তার স্ত্রি কে আর রাকবেনা এমন কিছু, তখন সামি চুপ থাকে কিছু বলে না
১))সেই সামি যদি নামায পরা সুরু করে তাহলে কি হবে
২))সেই সামি যতবার নামায পরবে ততবার কি((((()))))
৩))) কেনায়া বাক্কে ১ (((()))) হউএর পর বিয়ের আগে আবার শরত যুক্ত কেনায়া বললে এবং বিয়ের আগেই সেই শরত পাওয়া গেলে কি আগের টার সাথে যুক্ত হবে
৪))) সামি যদি মনে মনে শরত যুক্ত (((()))) দেয় তাহলে সেই শরত পাওয়া গেলে কি হবে
৫))) সামি যদি বলে তুমি বাদ, তুমি নাই এগুলা বললে কি হবে
৬))) সামি যদি বলে, এই স্ত্রি এর সাথে জীবন এও তার সংসার হবে না
৭))) নিজের দিকে নিসবত না করে কোন স্ত্রি যদি বিবরন লিখে কিন্তু লিখার পর বা লিখার সময় যদি সেই স্ত্রি এর মনে ওয়াস অয়াসসা চলে আসে তাহলে কি সমস্যা হবে
৮))) নিজের উদ্দেশ্য না করে বিবরন লেখার পর ওয়াস অসাসা চলে আসলে কি হবে