আসসালামু আলাইকুম
১.আমার স্ত্রী মাঝে মধ্যে ইমোশনাল হয়ে মৃত্যু কামনা করতো। তখন আমি রাগ করে বলতাম, এসব বললে আমাকে আর মেসেজ দিবা না।
এমন কথোপকথন দ্বারা কি শর্ত তালাক পতিত হয়?
২.আমার আর আমার স্ত্রীর মাঝে কথপোকথনের সময় মাঝে মধ্যে আমার স্ত্রী এমন কিছু লোকের কথা বলতো যাদেরকে আমি অপছন্দ করি। তখন আমি বলতাম, উমকের কথা বললে আমাকে আর মেসেজ দিবা না।
উক্ত কথোপকথন দ্বারা কি শর্ত তালাক পতিত হয়?
৩.আমার স্ত্রী মাঝে মধ্যে অভিমানে আমাকে অনেক অভিযোগ করতো,যেমন: আমাকে, ভালবাস না, আমাকে অবহেলা করো। তখন আমি বিরক্ত হয়ে বলতাম এসব কথা বললে আমাকে আর মেসেজ দিবা না।
উক্ত কথোপকথন দ্বারা কি শর্ত তালাক পতিত হবে?