আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ শায়খ,
আমি একটা গজল অনেক পছন্দ করি। সেখানে ইয়া নাবী সালাম আলাইকা
ইয়া রসূল সালাম আলাইকা
এরকম করে বলা আছে।
প্রায়ই এই দুটো লাইন মুখ থেকে বের হয়ে যায়, এই বাক্য দুটো তো দরুদ শরীফ, কিন্তু আকিদা ক্লাসে শুনলাম ইয়া নাবী এভাবে নাবীকে ডাকা জায়েজ নয়, বিদআহ! শুধুমাত্র রওজার সামনে ইয়া নাবী বলে ডাকা যাবে (সঠিক মনে পড়ছে না)
তাহলে কি ইয়া নাবী সালামু আলাইকা বলে দরুদ পাঠ করা জায়েজ হবে?
শুকরান জাযাকাল্লাহু খইরন।