কোনো মেয়ের অবস্থা যদি এমন হয় যে নজর এবং লজ্জাস্থান এর হেফাজত করার জন্য তার বিয়ে করা প্রয়োজন।কিন্তু বয়স কম হওয়ায় তার পরিবারকে বিয়ের বিষয়ে বললে বিয়ে না দেয়ার সম্ভাবনা নিরানব্বই ভাগ।এমন অবস্থায় দ্বীনদার পাত্র পেলে সে কি একাকী বিয়ে করতে পারবে? (দীনদার পত্রের অবস্থাও ওই পাত্রীর মতোই)।
আর পিতা থাকা অবস্থায় তার অজান্তে পাত্রীর ভাই কিংবা আত্মীয় কিংবা কোনো আলেম ওলামা কিংবা অন্য কোনো ব্যক্তি কি তার অভিভাবক আর দায়িত্ব পালন করতে পারবে?
আর অভিভাবক ছাড়া কি মেয়েদের বিয়ে জায়েজ হবে না? নাকি জায়েজ হবে কিন্তু অভিভাবক থাকা উত্তম?
আর অভিভাবক ছাড়া বিয়ের ক্ষেত্রে কি পাত্র সরাসরি ( একাকী অবস্থায়) মেয়েকে বিয়ে প্রস্তাব দিতে পারবে?
.....
প্লীজ সবগুলো প্রশ্নের উত্তর জানাবেন।ধন্যবাদ।