আসসালামু আলাইকুম।
আমি এবং একটি ছেলে পরস্পরকে পছন্দ করি ২০১৮ সাল থেকে।উল্লেখ্য যে ২০১৮ সালের অক্টোবরের ৫ তারিখ আমরা উভয়েই নিজেদের সম্মতি অনুযায়ী নিজেরা বিয়ের মতো করি।যেমন,ছেলে নিজেই কাজি হয় এবং বিয়ে পড়ায়(কাজিরা যেমন পড়ায় তেমন হুবুহু,কেবল নিজে নিজে পড়েছে)১১ লক্ষ টাকা কাবিন ধরে, আমিও তিনবার কবুল বলি পরে সে বলে।এটা হয়েছিলো ফোন- -কলের মাধ্যমে।কিন্তু তখন কোন সাক্ষি ছিলো না।আমরা ২ জনই ছিলাম।পরবর্তীতে কল রেখে বিষয়টা আমার বোন এবং বান্ধবী ২ জনকে জানাই।
এখন আমার কিছু প্রশ্ন আছে।
(১) আমাদের কী বিয়ে সহি হয়েছিলো?
(২)উক্ত ঘটনার পরে যদিও আমাদের মধ্যে সহবাস হয়নি তবুও আমরা হাত ধরেছি।আমি শুধু জানতে চাই এতে কী আমরা গুনাহগার হবো?জিনাকারী হিসাবে সাব্যস্ত হবো?
(৩)আমরা আমাদের পরিবারকে নিজেদের পছন্দের কথা জানাই।তারা রাজি হয়েছেন আমাদের নতুন করে বিয়ে দিবেন।কিন্তু আগের ঘটনা আমরা তাদের জানাই নি।এখন যদি কাবিন তৈরি হয় তাহলে কী ১১ লক্ষ টাকাই রাখতে হবে না কী বাড়ানো কমানো যাবে????