আসসালামু আলাইকুম।
উস্তায,আমার পরিবারে আমার মামীর নামে পরকীয়ার কথা শোনা যাচ্ছে।২জন ছেলেও আছে তার।আমার পরিবারে কোন পুরুষ গার্ডিয়ান বা বড় তেমন কেউ নেই।মামাও আমার মায়ের ছোট,নানা-নানি কেউই বেঁচে নেই,আকার আব্বুও নেই।আম্মু বড় হওয়ায় ২/১ জন যারা নোটিশ করেছে ব্যাপারটা তারা আম্মুকে জানাচ্ছে এবং আগেও জানিয়েছে। উনার আচরণেও কিছু কিছু জিনিস প্রকাশ পায়( যেমন ফোনে কথা বলা,এখানে সেখানে যাওয়া, ফোনের সবজায়গায় পাসওয়ার্ড,লুকিয়ে রাখা,ঘন ঘন ফোন আসা, ফোন আসলেও কারো সামনে না ধরা বা দূরে চলে যাওয়া,তার অবাধ বিলাসিতা) যেগুলো সাধারণত হয় না আরকি।আগেও কেউ কেউ জানিয়েছে, কিন্তু সন্দেহের বশে তো কাউকে কিছু বলা যায় না।একবার তার ভাই আমার আম্মুকে ফোন করে বলেছে,আপনাদের বাড়ির বউ, আপনারা খোঁজ রাখেন না,তার আচরণে এসব প্রকাশ পায়।আম্মু বলেছে,প্রতিদিনই তো আমার বাড়ি যাওয়া আসা,আমি তো এসব কিছু দেখি নি কিভাবে বলবো।তো মামী কে এব্যাপারে জিজ্ঞেস করা হলে উনি স্বীকার করে না।। উনার ভাইয়ের সাথেও পরে উনার মন কষাকষি হয়। তো সম্প্রতি একজন আবার আমার আম্মুকে বলছে,আর উনি অনেক আগেই আমার মামাকেও জানিয়েছে, প্রমাণও নাকি দেখিয়েছে।কিন্তু আমার মামা এব্যাপারে নিশ্চুপ। কিন্তু আম্মু বড় হওয়ায় আম্মুর কাছে বার বার কথা গুলো আসতেছে।আমাদের এলাকায় আমার নানার নাম ডাক আছে,বলতে প্রথম সারির মাঝে একজন,সুতরাং এসবের সাথে তো পরিবারের মান -সম্মান জড়িত। কিন্তু আমাদের বা আম্মুর কাছে কোন প্রমাণ নেই,কিভাবে এই বিষয়ে সমাধান করা যাবে?? আর যেহেতু অন্যরকম সমস্যা,শুরুতেই তো উনাকে বলা যাবে না,চিন্তা ভাবনা করে আগাতে হবে,এজন্য আলোচনার দরকার,আমিও বড় হওয়ায় আম্মু আমাকে এগুলো বলে, এগুলো গীবতের পর্যায়ে পড়বে কি??? আলোচনা না হলেও তো হয় না,আর এসব বলতে গেলে তো উনার আচরণের কথা চলেই আসে,এঅবস্থায় কি করবো?। আমার মামার সাথে যে আলোচনা করবে সে উপায়ও নেই,কারণ উনি ঢাকায় আছেন,আর আমাদের পরিবারের কারো ফোনই রিসিভ করে না,শুধু তার ওয়াইফের সাথেই হালকা পাতলা যোগাযোগ।কোন উপায় খুঁজে পাচ্ছি না।মামী আবার ৭ মাসের প্রেগন্যান্ট।উনি বলে আমার মামা কোন টাকা-পয়সা দেয় না,আসলে মামাও সেভাবে কিছু করে না,এনজিও নিয়ে পড়ে থাকে বাট আউটপুট জিরো।কিন্তু মামীর চালচলন,কাপড়-চোপড়ের মান,গহনা,এসব দেখলে মনে টাকা না থাকলে এসব কোথা থেকে আসে।উল্লেখ্য যে,আমাদের মামার সাথে নানাবাড়ির সম্পত্তি নিয়ে ঝামেলা, তো উনারা বলে টাকা নেই,কিছু ইনকাম করে না,আবার চালচলনে বিলাসিতা,একদম বিপরীতমুখী।এসব ঝামেলা + সমস্ত কিছু শুনে এই বাচ্চাটার ব্যাপারেও একটু সন্দেহ চলে আসছে। কিন্তু না জেনে তো এরকম ধারণা বা সন্দের কোনটাই করা যাবে না।আর এসব ভাবতেও ভয় লাগে,কিন্তু চলে আসছিলো। আমার পরিবারের কেউ দ্বীন বুঝে না,ক্যারিয়ার ওরিয়েন্টেড মানুষ উনারা।উস্তায,কীভাবে দ্বীনের দিক থেকে সংশোধনের ফিকির করা যায়? ? জানালে খুব উপকৃত হতাম।
লিখা একটু বড় হয়ে গিয়েছে।। আফওয়ান উস্তায।
জাযাকুমুল্লাহ খইরন।