আসসালামু আলাইকুম! আমি হালাল ইনকাম নিয়ে দ্বিধায় আছি, দয়া করে আমার প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সাহায্য করেন শায়েখ। আমি জানি আমি অনেক প্রশ্ন করে ফেলেছি, আমার উত্তর গুলো জানার অনেক প্রয়োজন।
১. অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেস আছে যেখানে ডিজাইন কিনতে পাওয়া যায়, আমি যদি ঐ মার্কেটপ্লেস থেকে মানুষ বা অন্য কোনো প্রাণীর ছবি দেয়া ডিজাইন কিনে , ডিজাইন এর সাইজ ছোট বড় থাকলে তা ঠিক করে সেই ডিজাইন টিশার্ট এর উপরে বসিয়ে সেই টিশার্ট বিক্রি করি তাহলে কি তা হারাম হবে? আমি জানি কোনো প্রাণীর ছবি আঁকা জায়েজ নয় কিন্তু আমি তো এখানে ছবি আঁকছি না, অন্যের আঁকা ছবি কিনে ব্যবহার করছি। আর আমি আমেরিকা তে টিশার্ট বিক্রি করি, ওরা তো বেশির ভাগ এই অমুসলিম।
২. অমুসলিম কিংবা মুসলিম মেয়েদের জন্য টিশার্ট ডিজাইন করে বিক্রি করা কি জায়েজ হবে? যেমন টিশার্ট এ লিখা থাকবে আমি রান্না করতে পছন্দ করি, এই কথা লিখে যদি আমি কোনো টিশার্ট ডিজাইন করে মেয়েদের কাছে বিক্রি করি তাহলে কি আমার ইনকাম হারাম হবে?
৩.আমি জানি মেয়েদের জন্য ছেলেদের পোশাক করা জায়েজ নাই। কিন্তু কিছু টিশার্ট আছে যা ছেলে মেয়ে সবাই পরতে পারে ওই টিশার্ট বিক্রি করা কি হারাম? আমি আমেরিকা তে টিশার্ট বিক্রি করি ওরা বেশির ভাগই অমুসলিম
৪. আমি একটা টিশার্ট ডিজাইন করলাম যেমন টিশার্ট এ লিখা আমি জিম পছন্দ করি বা আমি মাছ ধরতে পছন্দ করি, এখন এই টিশার্ট টি আমি ফেইসবুকে অ্যাডস দিবো, ফেসবুক এ অ্যাডস ছেলে মেয়ে সবার কাছেই দেয়া যায় কিন্তু আমি চাইলে শুধু ছেলে কিংবা শুধু মেয়ের কাছে ও অ্যাডস দিতে পারবো। এখন যদি আমি এই টিশার্ট টির জন্য ছেলে মেয়ে সবার কাছেই অ্যাডস দেই আর সেই অ্যাডস দেখে কোনো মেয়ে সেই টিশার্ট কিনে পরিধান করে তাহলে কি সেই ইনকাম আমার জন্য হারাম হবে? মেয়েদের কাছে অ্যাডস দেয়ার উদ্দেশ্য মেয়েরা বেশি কিনাকাটা করে এবং তারা তো টিশার্ট টি তাদের ছেলেদের কিংবা তাদের স্বামীর জন্য ও কিনতে পারে। আবার আমি অ্যাডস দেই আমেরিকা তে , আর আমেরিকান রা বেশির ভাগ এই অমুসলিম।
৫. অনেক দিবস আছে যেমন বাবা দিবস, মা দিবস। আমার আগের কিছু টিশার্ট ডিজাইন আছে বাবা কে নিয়ে, যেমন তাতে লিখা আছে বাবা আমি তোমাকে ভালোবাসি। বাবা কে নিয়ে এইসব টিশার্ট সবসময় তেমন একটা বিক্রি হয় না বাট যখন বাবা দিবস আসে তার কিছু দিন আগে থেকে এই টিশার্ট বেশি সেল হয়, আমি যদি আমার টিশার্ট টি বাবা দিবস এর কিছু দিন আগে ফেইসবুকে অ্যাডস দেই আর তাতে বিক্রি করি তাহলে কি আমার ইনকাম হারাম হবে? আমার টিশার্ট এ হ্যাপি ফাদার ডে এমন কিছু লিখা নেই তারপর ও কি এটা হারাম হবে? আমি আমেরিকা তে টিশার্ট বিক্রি করি ওরা বেশির ভাগই অমুসলিম।
৬. আমরা তো আমাদের বিজয় দিবসে শুভেচ্ছা জানাই কিন্তু আমি যদি আমেরিকা বা অন্য কোনো দেশের বিজয় দিবসের জন্য টিশার্ট ডিজাইন করে বিক্রি করি তাহলে কি সেই ইনকাম হারাম হবে? যেমন টিশার্ট এ লিখা থাকবে হ্যাপি ইনডিপেনডেন্ট ডে আমেরিকা বা বিজয় দিবসের তারিখ দিয়ে একটা টিশার্ট ডিজাইন করে টিশার্ট বিক্রি করলে কি হারাম হবে? আমি আমেরিকা তে টিশার্ট বিক্রি করি ওরা বেশির ভাগই অমুসলিম।