জবাবঃ
হযরত ইবনে মাসউদ রাযি থেকে বর্ণিত আছে যে,
وروي عن عبد الله بن مسعود: أنه كان يصلي قبل الجمعة أربعا، وبعدها أربعا.
ﺍﻟﺘﺮﻣﺬﻱ ( 523 )
তিনি জুমুআহ এর পূর্বে ও পরে চার রাকাত নামায পড়তেন।
(জামে তিরমিযি-৫২৩নং হাদীসের আলোচনায় বর্ণিত)
প্রকাশ থাকে যে,ইবনে মাসউদ রাযি এর উক্ত আ'মল নবীজী সা এর কাছ থেকে জেনেই করেছেন,কেননা গায়রে মা'ক্বুল(আ'কল গবেষনার উর্ধে কোনো) বিষয়ে কোনো সাহাবীর আ'মল হাদীসের মারফুর হুকমে হয়।তাই বুঝা গেল,হযরত ইবনে মাসউদ রাযি নিশ্চয় রাসূলুল্লাহ সাঃ থেকে এ বিষয়টা জেনেই করেছেন।এটা রাসূলুল্লাহ সাঃ এর আ'মল।ইবনে মাসউদ রাযি এর গবেষণা নয় যাতে ভূল ভ্রান্তির সমূহ সম্ভাবনা থাকতে পারে।
জুম্মাহর নামাযের আগের ও পরের সুন্নত সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-
4666
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু জুম্মার নামাযের আগের ও পরের সুন্নতগুলো সুন্নতে মু'আক্কাদা। তাই জুম্মাহর আগের সুন্নত কা'যা হয়ে গেলে, জুম্মাহর পরের চার রা'কাত সুন্নতের পর সেগুলোকে আদায় করে নিতে হবে।কেননা বিনা প্রয়োজনে সুন্নতে মু'আক্বাদা কে তরক করা গোনাহ।তাই জুম্মাহর পরের চার রা'কাত সুন্নতের পর সেই কা'যা হয়ে যাওয়া সুন্নত গুলোকে কা'যা করে নিতে হবে।