আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
173 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (81 points)
মিম, ট্রল বানানো বা দেখা জি জায়েজ?

https://mobile.facebook.com/Agreedbro2/?refid=46&ref=opera_speed_dial&__xts__%5B0%5D=12.AbqNitVi-EKdNV-rgKSic6hQXXjKORm2db6CkCL5Yo8NEjZ_almlWoHGgmNJQ99OiGlJGHppksxTCpYRPHoCRHs1-sLTRvthF6MAcTYezicjxMRxp2LTWqsDrWt8VqRxtk5ZlEIsIXn1ENoQgpkF1Jt_ULyWXs2I9bajb36bRbGzMpAajpK4t_hAQ_k3X0OZJT2N9svL-23CFKBmliL2IG-Zrmsguq5wvFy8yHtiNZQl6NuZEKfF2Jy0N6cT_mwj8YGeIlYh6K-fou6X1cPtRLFZ763Qrjn3QNjxZv8nj3emhDZvVXmWZXeOwcRRsfyQbJrRZdMdNkpZLacqTSTNKa41bz66nD_5U_53KHg3a-RARfe3sUmHNkXVO_5d15una0isWyE6n5w5PjuAWeFIzoXzyubfri7d9OGWx7NWeGb-QkIEqle37UWV2xTUFknelXixbAdmOad18-KEfaTA92O_ibwS3lD4950y3Io8U9RGjiHeczUDeXsHJoRo-auNi3k6Vo9tl7tfT9xCvxo6e-seyZSi9YcNlkEHytENWuOqyQLPQ6KWNh8SIdPkvLxBN_য়

এটি কি মিম পেজ।এই পেজের পোস্টগুলা দেখা যাবে?

1 Answer

0 votes
by (581,370 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم 


কোনো মুসলমান কোনো মুসলমানকে নিয়ে উপহাস করবে ইসলাম তা সমর্থন করে না।
পবিত্র কোরআন এবং হাদিসে এর পরিণাম সম্পর্কে কঠোরভাবে হুঁশিয়ার করা হয়েছে। 

পবিত্র কোরআনের সূরা হুজরাতের ১১ নম্বর আয়াতে ইরশাদ করা হয়েছে

يٰاَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِنْ قَوْمٍ عَسٰى أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسٰى أَنْ يَكُنَّ خَيْرًا مِنْهُنَّ وَلَا تَلْمِزُوا أَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ بِئْسَ الِاسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ

‘‘হে মু’মিনগণ! কোন সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে ঠাট্টা-বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর নারীরা যেন অন্য নারীদেরক ঠাট্টা-বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারিণীদের চেয়ে উত্তম। তোমরা একে অন্যের নিন্দা করো না, একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমান গ্রহণের পর (ঈমানের আগে কৃত অপরাধকে যা মনে করিয়ে দেয় সেই) মন্দ নাম কতই না মন্দ!...’’ (সূরাহ্ আল হুজুরাত ৪৯ : ১১)

,
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠাট্টা-বিদ্রূপ তথা উপহাস ও কষ্ট দেয়া থেকে সাবধান করেছেন, কারণ তা শত্রুতা ও হিংসা-বিদ্বেষের রাস্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
...الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لَا يَظْلِمُهٗ وَلَا يَخْذُلُهٗ، وَلَا يَحْقِرُهُ التَّقْوٰى هَاهُنَا وَيُشِيرُ إِلٰى صَدْرِهِ ثَلَاثَ مَرَّاتٍبِحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ، كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ، دَمُهٗ، وَمَالُهٗ، وَعِرْضُهٗ

...এক মুসলিম অপর মুসলিমের ভাই। সে তাকে জুলুম করবে না। তাকে লাঞ্ছিত ও তুচ্ছ মনে করবে না। তাকওয়া এখানে থাকে। এ বলে তিনি তার বুকের দিকে তিনবার ইশারা করলেন। কোন লোকের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে, সে তার মুসলিম ভাইকে তুচ্ছ মনে করবে। প্রত্যেক মুসলিম একে অন্যের উপর হারাম, তার রক্ত, তার সম্পদ ও তার সম্মান হরণ করা। (মুসলিম হাঃ ৩২-[২৫৬৪])

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
মিম, ট্রল বানানো/দেখার ক্ষেত্রে বিধান হলো,
এতে কোনো নারীর ছবি থাকলে এটি বানানো,দেখা জায়েজ হবেনা। এবং পুরুষের অশ্লীল কোনো  ছবি থাকলেও এটি বানানো,দেখা জায়েজ হবেনা।

তবে যদি এমনটি না হয়,বরং পুরুষের কোনো ছবি/প্রানীর কোনো ছবি দিয়ে এগুলো বানানো হয়,তাহলে এর দ্বারা কোনো  মানুষকে নিয়ে ঠাট্রা,  উপহাস করা না হলে সেটি বানানো,দেখা মোবাইলের ছবির ন্যায় প্রিন্ট করার আগ পর্যন্ত কিছু ইসলামী স্কলারদের মতে  জায়েজ হবে।

তবে এগুলো যেহেতু ছবি,তাই কিছু ইসলামী স্কলারদের মতে জায়েজ নেই।

★সুতরাং সতর্কতামূলক এগুলো বানানো,দেখা থেকে বিরত থাকতে হবে।    


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...