ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
যিনি কোর্স করাবেন,তিনি যদি সত্যি সত্যি সঠিকভাবে কম্পিউটার শিক্ষা দেন।শিক্ষা প্রদানের ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা না করেন,ছাত্ররাও যযথেষ্ট খুশী থাকে শিক্ষার ব্যাপারে, তাহলে এমন প্রতিষ্টানে ছাত্র সংগ্রহ করে দেয়া এবং ছাত্র সংগ্রহ করে দেয়ার বিনিময়ে কিছু গ্রহণ করা কখনো নাজায়েয হবে না।তবে বিনিময় নির্দিষ্ট হতে হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পারিশ্রমিক নির্দিষ্ট পূর্বক আপনি উক্ত কম্পিউটার কোর্সে ছাত্র সংগ্রহ করে দিতে পারবেন।এক্ষেত্রে আপনার ইনকাম হলাল হবে।তবে যদি শিক্ষা মানসম্মত না হয়,তাহলে এমন প্রতিষ্টানের জন্য ছাত্র সংগ্রহ করে দিতে পারবেন না।
দালালি বা কমিশন বিনিময় সম্পর্কে জানতে ভিজিট করুন- 44