আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
241 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
বাজারে আমরা যখন লাউ কিনতে যাই তখন লাউ কচি কিনা বুঝার জন্য নখ দিয়ে খোচা দিয়ে দেখি, যদিও বিক্রেতা এটা নিষেধ করেন,আমরা এটা গোপনে করি! জানার বিষয় হল এটা জায়েজ কিনা?

1 Answer

0 votes
by (589,680 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

মালিক নিষেধ করা সত্বে লাউ-তে নখ দিয়ে খোছা দেওয়া কখনো বৈধ হবে না। তবে মালিক অনুমতি দিলে ভিন্ন কথা।
সহসাই প্রশ্ন জাগে তাহলে লাউ জাতীয় দ্রব্যাদি আমরা কিভাবে ক্রয় করব?কেননা এক্ষেত্রেতো বুঝা যাচ্ছে না যে,লাউ ভাল হবে না খারাপ হবে?
সমাধানঃ- লাউ আমরা বিক্রেতার কথার উপর বিশ্বাস করে ক্রয় করে নিয়ে আসব।পরবর্তিতে কোনো সমস্যা হলে কি করব? এ সম্পর্কে "হেদায়া "তে বর্ণিত আছে..........
قال: ومن اشترى بيضا أو بطيخا أو قثاء أو خيارا أو جوزا فكسره فوجده فاسدا فإن لم ينتفع به رجع بالثمن كله) ؛ لأنه ليس بمال فكان البيع باطلا، ولا يعتبر في الجوز صلاح قشره على ما قيل لأن ماليته باعتبار اللب (وإن كان ينتفع به مع فساده لم يرده) ؛ لأن الكسر عيب حادث لكنه (يرجع بنقصان العيب) دفعا للضرر بقدر الإمكان.٦؛٣٧٣باب خيار العيب ،
যদি কেউ ডিম অথবা তরমুজ বা শসা কিংবা ক্ষীরা বা আখরোট ক্ররিদ করে। এবং পরে উক্ত দ্রব্যাদি ভেঙে ভিতর নষ্ট পায়।যদি এমন পরিমাণ নষ্ট হয় যে,তা থেকে কোনোরকম ফয়দা হাসিল করা সম্ভব হয়না,তাহলে এটা মালই নয়, সুতরাং এ বেছাকেনা বাতিল বলে গণ্য হবে।আখরোটের উপরের চিলকা ভাল থাকা ধর্তব্যর বিষয় নয়,কেননা ভিতরের সারই মাল হিসেবে ধর্তব্য।উপরোক্ত জিনিষ সমূহ নষ্ট হওয়ার পরও যদি তাত্থেকে কিছুটা ফায়দা নেয়া যায়,তাহলে উক্ত মাল মালিককে ফিরিয়ে দেয়া যাবেনা।কেননা ঐসমস্ত জিনিষ ভেঙ্গে ফেলা ক্রেতার হাতে নবসৃষ্ট দোষ।তবে নষ্ট পরিমাণ মূল্য ক্রেতা বিক্রেতার কাছ থেকে ফিরিয়ে নিতে পারবে। যাতেকরে ক্রেতার কোনোরূপ কষ্ট না হয়।"এ'নায়া"উপরাংশে লিখিত হেদায়া ৬/৩৭৩।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...