আসসালামুআলাইকুম।
দৃশ্যমান তরল নাপাকী পারটেক্স এর টেবিল এ লাগলে টিস্যু দিয়ে মুছে নিলে কি পবিত্র হয়ে যায়?
আমি একবার বা 2বার মুচেছি নাকি 3 বার ই ভেজা টিস্যু দিয়ে মুছে ছি মনে করতে পারছিনা। এই অবস্থায় টেবিল এর ওপর ভেজা কিছু রাখা হলে সব কি নাপাক হয় গেছে? কি কি রেখেছি মনে পড়ছে না। একবার মনে হচ্ছে হয়তো 3 বার এ মুছেছি আর একবার মনে হচ্ছে হয়তো 3 বার মুচিনি( এটা ওয়াসওয়াসা সন্দেহ কি? যেদিন নাপাকী পড়েছিল মুছার পর এসব ওয়াসওয়াসা ছিলনা)
এখন কোনো রকম আছর বাকি নেই যে তরল পড়েছিল তার।