কোনো মেয়ে এবং ছেলে আগে হারাম রিলেশনশিপ ছিলো। একটা সময় দ্বীনের বুঝ আসার পর তারা নিজেদের মধ্যে সহমত পোষন করে এবং এ সম্পর্ক থেকে সরে আসে। সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করো দেয়।
কিন্তু তারা একে অপরকে পছন্দ করে মেয়ে ছেলেকে বিয়ে করার জন্য রাজি, ছেলের পরিবার ও মেয়ে নেওয়ার জন্য রাজি৷ কিন্তু মেয়ের পরিবার সেখানে বিয়ে দিতে রাজী নয়। ছেলের দ্বীনের বুঝ আছে যথেষ্ট তাকওয়াবান।
মেয়ে র পরিবার এবং ছেলের পরিবার উভয় সমাজে সম্মানিত।
এমতাবস্থায় মেয়ের পরিবার মেয়ের জন্য সরকারি চাকুরীজীবি, সম্পদশালী এবং আরও উচ্চ বংশীয় কারো কাছে বিয়ে দিতে চাচ্ছে। যে ছেলের ভিতর দ্বীন সম্পর্কে বুঝ নেই। পরিবারে মেয়ের পর্দা মেন্টেইন করার পরিবেশ নেই।।
মেয়ের মতামত : সে কোনো বেদ্বীন পুরুষকে বিয়ে করতে ইচ্ছুক নয়।
কিন্তু মেয়ের পরিবার ঐ রকম পরিবপশে ই মেয়েকে বিয়ে দিতে চাচ্ছে।
মেয়ের পরিবার ও তেমন দ্বীনদার নয়৷ কিন্তু মেয়ে দ্বীন মানার চেষ্টা করে। পর্দা মেন্টেইন করার চেষ্টা করে সর্বদা।
প্রশ্ন : এই অবস্থায় মেয়ের করনীয় কি?
মেয়ে কি তার পরিবারের অমতে বিয়ে করতে পারবে৷
যার সাথে সম্পর্ক ছিলো আগে।এখন তার দ্বীনকে প্রাধান্য দিয়ে যদি তাকেই বিয়ে করা হয় তাহলে কি সেই বিয়ে হালাল হবে। (মেয়ের পরিবারের অমতে৷ কারণ পরিবার শুধুমাএ সম্পদ দেখে বিয়ে দিতে চাচ্ছে, আর মেয়ে আল্লাহভীরু কেনো দ্বীনদার কে জীবনসঙ্গী হিসেবে চাচ্ছে)