ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/5412 নং ফাতাওয়ায় বলেছি যে,
সাংবাদিকতার পেশা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা।ফটো ভিডিও যদিও হারাম।তবে সংবাদ প্রচারের জন্য ফুকাহায়ে কেরাম ভিডিওর অনুমোদন দেন।সংবাদ প্রচারের সময়ে মিউজিক চলে, এটাকে ইসলাম সমর্থন করে না।কিন্তু যেহেতু এই মাউজিক সাংবাদিকের আয়ত্বের ভিতরে নয়,তাই এখানে উনার মা'যুর গণ্য করা হবে।
যেহেতু সংবাদ প্রদান একটি গুরুত্বপূর্ণ বিষয়,মুসলমানকে বারণ করলে,অমুসলিমরা সে জায়গা দখল করে নিবে,তাই এ পেশার রুখসত দেয়া হবে।
তবে মহিলার সাথে যৌথ সংবাদ পরিবেশন থেকে যথাসাধ্য নিজেকে বিরত রাখতে হবে।
সংবাদ উপস্থাপনায় মেয়েদেরকে কখনো অনুমোদন দেয়া হবে না।বরং মেয়েদের জন্য সর্বদাই এরকম পেশা গ্রহণ করা নাজায়েয হবে।
সাংবাদিকের বাসায় দাওয়াত খাওয়া নাজায়েয নয়।