আসসালামু আলাইকুম।বর্তমানে কলেজ বিশ্ববিদ্যালয়ে এমনভাবে পরীক্ষা হচ্ছে যে কান দৃশ‍্যমান রাখতে হবে যেন কেউ পরীক্ষার সময় কানে কোনো ডিভাইস লাগিয়ে নকল না করতে পারে।একারনে একই ঘরে ছেলেমেয়ে স্টুডেন্ট,পুরুষ শিক্ষক এর সামনে কান বের করে পরীক্ষা দিতে হয়েছে।মুখে মাস্ক পরা ছিল কিন্তু পুরো মুখ শুধু মাস্ক দিয়ে ঢাকা সম্ভব হয় নি।এতে কি গুনাহ হবে?
তাদের শিক্ষাব‍্যবস্থার ত্রুটি,মেয়েদের আলাদা ঘরে শুধু শিক্ষিকা দিয়ে পরীক্ষা নিতে পারতো।
এতে আমাদের কি করনীয়?