আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
১,নামাজের মধ্যে কোনো কারণে নামাজ ভংগ করে আবার নামাজ শুরু করা জরুরী হলে নামাজ ভংগ করার নিয়ম কি।শুধু হাত নামিয়ে আবার তাকবীরে তাহরীমা নিয়ত সহ বাধলেই কি হবে
২,আর ইমামের সাথে প্রথম রাকাত থেকেই নামাজ পড়ছি,কিন্তু ২য় অথবা ৩য় রাকাতে আমি রুকুতে যাবার আগেই ইমাম সাহেব উঠে গেলে আমি কি উক্ত রাকাত পেয়েছি বলে ধরব? নাকি পাইনি? যদি না পাই পরে উক্ত রাকাত আদায়ের নিয়ম কি