আসসালামুআ'লাইকুম ওয়া রহমতুল্লাহ।
শায়েখ, জেনারেলে পড়াশোনা করতে গিয়ে অনেকে কোচিং করে।
সেখানে, কোর্স গুলো দাম বেশি হওয়াতে অনেকে শেয়ার করে কোর্সে ভর্তি হয়। যেমন- একজন অফিশিয়ালি ভর্তি হয়, আর অন্যরা তার থেকে রেকর্ডেড ক্লাস, নোট ইত্যাদি নেয়। যা হয়তো কোচিং কতৃপক্ষ জানে না।
এইটা কি প্রতারণা?
আর এই ভাবে কেউ যদি কোন কোর্স করে, সেই কোর্স কি হারাম হবে?