জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্বপ্নের বিভিন্ন কারন হয়ে থাকে।
কিছু স্বপ্ন সত্যিকার অর্থেই ইশারাহ এবং সতর্কতা স্বরুপ দেখা যায়।
সেই ভিত্তিতে বলা যায় যে,আপনি যেই স্বপ্ন দেখেছেন,একথা জেনে রাখুন যে গুনাহও এক প্রকারের নাপাকি।
এই জন্য আপনি নিজের জিন্দেগীতে চিন্তা করে দেখুন যে কোনো বিশেষ গুনাহ আপনার দ্বারা হয়েছে কিনা!
যার দিকে আল্লাহর পক্ষ থেকে আপনাকে দৃষ্টিপাতের জন্য এহেন স্বপ্ন দেখানো হচ্ছে?
এবং তাহার থেকে বাঁচার চেষ্টা করুন।
কুরআন কারীমে শিরক কে নাপাকি বলে আখ্যায়িত করা হয়েছে।
يا ايها الذين امنوا إنما المشركون نجس
হে ঈমানদার গন নিশ্চয়ই মুশরিকিনরা নাপাক।
(সুরা তাওবার ২৮ নং আয়াত)
এই দিকেও খেয়াল করা দরকার যে আল্লাহ না করুক,আপনার দ্বারা এমন তো কোনো কাজ প্রকাশ পাচ্ছেনা,যার মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যায়।
★আল্লামা ইবনে সিরিন রহঃ লিখেছেন যে মানুষ এবং প্রানীর পেট থেকে যে সমস্ত জিনিস বের হয়,সেটা স্বপ্নে দেখা সম্পদ দেখাই।
যদি দূর্গন্ধ হিসেবে সেটা দেখা যায়,সেটা হারাম সম্পদ।
আর যদি কম গন্ধ হয়,তাহলে অল্প হারাম সম্পদের দিকে ইশারা হয়।
تعبیر نامہ خواب : ص : ۹۶ ۔علامہ ابن
سیرین
,
সুতরাং আপনি খোজ নিন যে আপনার কামাই কৃত সম্পদের মধ্যে হারাম সম্পদ আছে কিনা?
সর্বাবস্থায় উপরে উল্লেখিত যে সমস্ত বিষয়ের আলোচনা হলো,এর সব গুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে।
(কিতাবুল ফাতওয়া ৬/১৭৪)