আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
190 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (45 points)
আসসালামু আলাইকুম।

একজন লোক প্রায়ই টয়লেট স্বপ্নে দেখেন। তিনি খুবই চিন্তিত এ বিষয়ে। এর ব্যাখ্যা কি? কেন তিনি এমন স্বপ্ন দেখছেন?

1 Answer

0 votes
by (574,260 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

স্বপ্নের বিভিন্ন কারন হয়ে থাকে।
কিছু স্বপ্ন সত্যিকার অর্থেই ইশারাহ এবং সতর্কতা স্বরুপ দেখা যায়।
সেই ভিত্তিতে বলা যায় যে,আপনি যেই স্বপ্ন দেখেছেন,একথা জেনে রাখুন যে গুনাহও এক প্রকারের নাপাকি।

এই জন্য আপনি নিজের জিন্দেগীতে চিন্তা করে দেখুন যে কোনো বিশেষ গুনাহ আপনার দ্বারা হয়েছে কিনা!
যার দিকে আল্লাহর পক্ষ থেকে আপনাকে দৃষ্টিপাতের জন্য এহেন স্বপ্ন দেখানো হচ্ছে?
এবং তাহার থেকে বাঁচার চেষ্টা  করুন।

কুরআন কারীমে শিরক কে নাপাকি বলে আখ্যায়িত করা হয়েছে।
يا ايها الذين امنوا إنما المشركون نجس
হে ঈমানদার গন নিশ্চয়ই মুশরিকিনরা নাপাক।
(সুরা তাওবার ২৮ নং আয়াত)

এই দিকেও খেয়াল করা দরকার যে আল্লাহ না করুক,আপনার দ্বারা এমন তো কোনো কাজ প্রকাশ পাচ্ছেনা,যার মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যায়।

★আল্লামা ইবনে সিরিন রহঃ লিখেছেন যে মানুষ  এবং প্রানীর পেট থেকে যে সমস্ত জিনিস বের হয়,সেটা স্বপ্নে দেখা সম্পদ দেখাই।

যদি দূর্গন্ধ হিসেবে সেটা দেখা যায়,সেটা হারাম সম্পদ। 
আর যদি কম গন্ধ হয়,তাহলে অল্প হারাম সম্পদের দিকে ইশারা হয়।
تعبیر نامہ خواب : ص : ۹۶ ۔علامہ ابن
 سیرین
,
সুতরাং  আপনি খোজ নিন যে আপনার কামাই কৃত সম্পদের মধ্যে হারাম সম্পদ আছে কিনা?
সর্বাবস্থায় উপরে উল্লেখিত যে সমস্ত বিষয়ের আলোচনা  হলো,এর সব গুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে।
(কিতাবুল ফাতওয়া ৬/১৭৪)


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...